Friday, November 7, 2025

অনন্য নজির: জেলবন্দি অবস্থায় PhD-র সুযোগ, রাজ্য সরকারকে ধন্যবাদ মাওবাদী নেতার

Date:

Share post:

জেলবন্দি অবস্থায় PhD। রাজ্য সরকারের উদ্যোগী অনন্য নজির বাংলায়। রাজ্য সরকারের সদিচ্ছার জন্যই ভর্তি হতে পেরেছি। আন্তরিকভাবে রাজ্য সরকার ও কারা দফতরকে ধন্যবাদ। সোমবার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র কাউন্সেলিং-এর পরে জানালেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম (Arnab Dam)। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) হস্তক্ষেপে জট কাটে। তবে, এদিন কুণাল জানান, মাওবাদী হিসেবে আইনত যা শাস্তি হওয়ার হবে। কিন্তু একজন মেধাবি ছাত্র সংশোধনাগারে থেকে যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সেটাই করেছে রাজ্য।অর্ণবের কাউন্সেলিং-এর জটিলতা কাটাতে শনিবার সকালে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করেন। বিকালেই বিশ্ববিদ্যালয়ের তরফে পিএইচডি ইতিহাসের ভর্তি প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন জারি করা হয়।

নিরাপত্তা, অফলাইন কোর্সওয়ার্ক কীভাবে করবে? কারা দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না? বিশ্ববিদ্যালয়ের তরফে যে প্রশ্ন তোলা হয়েছিল তা নিয়ে নিশ্চিতভাবে আশ্বাস মিলতেই ভর্তি প্রক্রিয়ার জট খুলেছে বলে দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

এরপর এদিন দুপুর ২ টো নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয় অর্ণবকে (Arnab Dam)। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে যাওয়া হয় মাওবাদী অর্ণব দামকে। সেখানে ইতিহাস নিয়ে পিএইচডির জন্য তাঁর কাউন্সেলিং হয়। বিকেল ৩ টে থেকে শুরু হয় কাউন্সিলিং। সাড়ে তিনটে নাগাদ ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় অর্ণবের।

কুণাল ঘোষ জানান, মাওবাদী হিসেবে আইনত যা শাস্তি হওয়ার হবে। কিন্তু একজন মেধাবি ছাত্র সংশোধনাগারে থেকে যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সেটাই করেছে রাজ্য।






spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...