Friday, December 26, 2025

আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শনিবার নীতি আয়োগের বৈঠকে থাকবেন কিনা স্পষ্ট নয়!

Date:

Share post:

দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে শনিবার। তার আগে আজ, শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে দিল্লি গেলেও মুখ্যমন্ত্রী কি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

গতকাল, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সফর পিছিয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দুপুরের বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৯টি আসনে জিতেছে তৃণমূল। ২৯ জন সাংসদের মধ্যে বেশ কয়েক জন নতুন মুখ রয়েছেন। তাঁদের সঙ্গেও কথা বলতে চান তৃণমূল নেত্রী। তবে শুধু লোকসভার সাংসদেরাই নন, রাজ্যসভার সাংসদেরাও সেখানে থাকতে পারেন। এর পর চাণক্যপুরীতে বঙ্গভবনে জাতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে জল্পনার কেন্দ্রে নীতি আয়োগের বৈঠকে যোগদান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শনিবার ওই বৈঠক হবে। নীতি আয়োগের ওই বৈঠক নিয়ে বিরোধী শিবিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই বৈঠক বয়কট করছেন। বৈঠকে যোগ দিতে আসবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। আসবেন না ঝাড়খণ্ড এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও। আর সেই জায়গা থেকে জল্পনা বাড়ছে, দিল্লি গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন?

আরও পড়ুন: শান্তিরক্ষার্থে নাম লেখার নির্দেশ! কানওয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে ‘সুপ্রিম সাফাই’ যোগী সরকারের 

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...