গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। শেন নদীর বুকে উদ্বোধন হয় এই হাইভোল্টেজ প্রতিযোগিতার। ভারতের হয়ে পতাকাবাহকের দায়িত্বে ছিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং শরৎ কমল। আর এই দায়িত্বে বহন করে উচ্ছ্বসিত দুই ক্রীড়াবিদ। জানালেন নিজেদের মনে কথা।

২০২৪ প্যারিস অলিম্পিক্স উদ্বোধনের পর, সিন্ধু নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ লক্ষ লক্ষ মানুষের সামনে জাতীয় পতাকা হাতে নিতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।” শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে সিন্ধু বলেন, “ অলিম্পিক ভিলেজে আসতে পেরে আমি দারুণ গর্বিত। এটা আমার তৃতীয় অলিম্পিক্স। প্রতিযোগিতা শুরু হওয়ার দিকে তাকিয়ে আছি। ভারতের পতাকাবাহক হতে পেরে আমি দারুণ গর্বিত। লক্ষ্য থাকবে, দেশের হয়ে আর একটি পদক জেতার।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ শরৎ কমলের সঙ্গে পতাকাবাহক হতে পেরে আমিও খুশি। দু’জনের কাছেই এটা গর্বের মুহূর্ত। দেশের প্রতিনিধিত্ব করার, দেশের পতাকাবাহক হওয়ার একটাই সুযোগ পাওয়া যায়।”


অপরদিকে শরৎ কমল বলেন, “ গত তিন-চার মাস ধরে এই মুহূর্তটার অপেক্ষা করে আছি। এই দৃশ্যটা কল্পনা করে গিয়েছি। যত ওই মুহূর্তটা সামনে আসছে, তত আমি উত্তেজিত হয়ে পড়ছি। আরও ভাল লাগছে সিন্ধুর সঙ্গে এই দায়িত্বটা ভাগ করে নিতে পেরে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

