Wednesday, November 5, 2025

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ, প্রতিবাদে সরব এমকে স্ট্যালিন

Date:

Share post:

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া বিরোধীদের কণ্ঠরোধ করার সামিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের প্রতিবাদে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। সেই সঙ্গে বিজেপির আমলে সহকারী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে তীব্র ধীক্কার জানান তিনি। কংগ্রেসের পক্ষ থেকেও বাংলার মুখ্যমন্ত্রীর অপমানের নিন্দা করা হয়েছে।

শুক্রবারই নীতি আয়োগের বৈঠকে রাজ্যের ও বিরোধী দল পরিচালিত রাজ্যগুলির বঞ্চনার কথা তুলে ধরতে শুরু করলে পাঁচ মিনিট পরে তাঁর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পক্ষ থেকে একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বক্তব্যও শোনার ধৈর্য বা ভদ্রতা দেখায়নি কেন্দ্র সরকার। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের প্রশ্ন, “এটাই কী সহকারী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? এরকম আচরণ কী প্রাপ্য একজন মুখ্যমন্ত্রীর?”

সেই সঙ্গে তিনি দাবি করেন, “কেন্দ্রের বিজেপি সরকারকে বুঝতে হবে বিরোধী দলগুলিও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং তাঁদের শত্রুর মত দেখা বা তাঁদের কণ্ঠরোধ করা উচিত নয়। সহকারি যুক্তরাষ্ট্রীয় কাঠামো আলোচনা এবং সকলের বক্তব্যের প্রতি সম্মানের মধ্যে দিয়েই রক্ষা করা সম্ভব।”

কংগ্রেস পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠক বয়কট করেছিলেন। কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা জানান, “একজন মুখ্যমন্ত্রী কথা বলার সুযোগ না দেওয়ার একেবারেই ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি।” পাশাপাশি কংগ্রেসের প্রবীন নেতা হরিশ রাওয়াত দাবি করেন এই রকম আশঙ্কা থেকেই তাঁরা এই বৈঠক বয়কট করেছিলেন। তিনি দাবি করেন, “বাজেটে মাত্র দুটি রাজ্যকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্পষ্টতই বিজেপি মুখ্যমন্ত্রীরা মুখ বন্ধ রাখবে। বিরোধী মুখ্যমন্ত্রীরা প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে মিটিংয়ে না যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।”

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...