Monday, January 12, 2026

‘অবসর ভেঙে ফিরে আসুক’, বিনেশকে অনুরোধ কাকা মহাবীর ফোগাটের

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে হৃদয়ভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন বিনেশ ফোগাট। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন বিনেশ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আর এই ঘটনার পরই মুখ খুললেন বিনেশের কাকা মহাবীর সিং ফোগাট। তিনি বিনেশের কাছে অনুরোধ করেন বিনেশকে অবসর থেকে ফিরে আসার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহাবীর সিং ফোগাট বলেন, “ ভোর পাঁচটার সময় ও আমাদের খবরটা জানায়। এই মুহূর্তে যেরকম মানসিক অবস্থার মধ্যে রয়েছে তাতে এই ঘোষণা করা স্বাভাবিক। এত কাছাকাছি এসেও ওকে পদক হারাতে হয়েছে। বিনেশের সঙ্গে দেখা করার পর ওর সঙ্গে সামনে বসে কথা বলব। ওকে অনুরোধ করব সিদ্ধান্ত বদল করে নিজের জন্য কঠোর পরিশ্রম করার। কেউ যদি পদক জেতার এত কাছাকাছি পৌঁছে যায়, তাহলে রাগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক।”

এদিকে বিনেশের পাশে আরেক আন্দোলনকারী সাক্ষী মালিক। তিনি বলেন, “ বিনেশ, তুমি একাই হারোনি। দেশের যে মেয়েদের হয়ে তুমি লড়াই করেছ এবং জিতেছ, তারা সবাই হেরে গিয়েছে। তোমার হার গোটা দেশের হার। এই দেশ তোমার সঙ্গে আছে। তোমার লড়াই এবং আবেগকে সমীহ করি।” বজরং পুনিয়া বলেন, “বিনেশ, তুমি হারোনি। তোমাকে হারানো হয়েছে। আমাদের সকলের কাছে তুমি সারা জীবন একজন বিজয়ী থাকবে। তুমি শুধু ভারতের মেয়েই নও, ভারতের গর্ব।”

অলিম্পিক্স থেকে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টা পরেই কুস্তি থেকে অবসর নেন বিনেশ ফোগাট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন , “মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সব সময় তোমার কাছে ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।”

আরও পড়ুন- আজ অলিম্পিক্সে সোনার লড়াইয়ে নামছেন নীরজ


spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...