Wednesday, August 27, 2025

ভেস্তে গেল ডাক্তারি পড়ুয়াদের বৈঠক, হাসপাতালে প্রতিবাদ আন্দোলনের রূপরেখা নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় করা পদক্ষেপ নিয়েছে পুলিশ (Kolkata Police) প্রশাসন। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উত্তাল হয়েছে শহর তথা রাজ্য। প্রতিবাদ বিক্ষোভে কর্মবিরতিতে অংশ নিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা (Medical Students)। কিন্তু এবার কোন পথে এভাবে আন্দোলন? রূপরেখা ঠিক করতে শনিবার সন্ধ্যায় ডাক্তারির পড়ুয়াদের ‘জেনারেল বডি’ (GB)-র বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানেও কোন সিদ্ধান্ত নেওয়া গেল না।

ডিউটিরত অবস্থায় মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শুধু ডাক্তারদেরই নয় মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী (CM )জানিয়েছেন, ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সহমত প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কড়া শাস্তির কথা বলেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে শনিবার আরজি কর হাসপাতাল চত্বরে হওয়া হবু ডাক্তারদের বৈঠকে ওই হাসপাতালের ছাত্র সংগঠনের পড়ুয়া ছাড়াও মেডিক্যাল কলেজ, এনআরএসের পড়ুয়ারা উপস্থিত ছিলেন। সূত্রের খবর বৈঠকে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও ঐকমত্যে পৌঁছতে পারেননি পড়ুয়ারা। মাঝে এতটাই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে সবটা নিয়ন্ত্রণে আনতে হয়। আরজি কর হাসপাতালের নিন্দাজনক ঘটনায় যখন দোষীকে গ্রেফতার করেছে পুলিশ, তখন ঘোলা জলে রাজনীতি করতে ময়দানে নেমেছে বামেরা।শনিবার বিকেলে হাসপাতালের কাছে পৌঁছন একাধিক বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যেরা। স্টুডেন্টস হেল্‌থ হোমের চিকিৎসকেরাও ওই একই সময়ে পৌঁছে যান আরজি করের সামনে। ‘বহিরাগত’ আন্দোলনকারীরা ভিতরে প্রবেশের চেষ্টা করতেই শুরু হয় পুলিশের সঙ্গে একপ্রস্ত ‘খণ্ডযুদ্ধ’। পুলিশ তাঁদের বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি। চলে ব্যারিকেড ভাঙার চেষ্টাও। যদিও হাসপাতালের অবস্থানরত পড়ুয়ারা সাফ জানিয়েছেন যে এর মধ্যে তাঁরা কোনও রাজনীতি প্রবেশ করতে দেবেন না। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা নেয় পুলিশ।


spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...