Saturday, August 23, 2025

প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফুসফুসে সংক্রমণের সঙ্গে প্রবল লড়াইতে হার মানলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দুদিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পরে এদিন স্তব্ধ সব চেষ্টা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কয়েক মাস আগে নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম সম্পাদক ইয়েচুরির৷  এর পরে তাঁর ফুসফুসে ছড়িয়ে যায় সংক্রমণ৷ এর জেরে তৈরি হওয়া গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এইমস-এ ভর্তি করা হয়েছিল গত মাসের ২৯ তারিখে৷ এর পরে ক্রমশই সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এরপর তাঁর অবস্থার খানিকটা উন্নতি হলে ৮ অগাস্ট তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তবে সোমবার ফের শ্বাসনালীতে সংক্রমণের জেরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

চোখের অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার কারণে এইমসে ভর্তি ইয়েচুরি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে তাঁর শেষযাত্রাতেও অংশ নিতে পারেননি। তবে তিনি শোকবার্তা জানিয়েছিলেন হাসপাতাল থেকেই। তবে চিকিৎসকদের সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার বিকাল ৩.০৩ মিনিটে প্রয়াত হন সিপিআইএম সম্পাদক। দলের পক্ষ থেকে দিল্লি এইমসের সব চিকিৎসক ও ডিরেক্টরকে তাঁকে সুস্থ করার প্রয়াসের জন্য ধন্যবাদ জানানো হয়।

ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি, শোকবার্তায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ষীয়ান সাংসদকে সীতারাম ইয়েচুরির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য আমার সমবেদনা।”


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...