১) কাটল না জট। আনোয়ার আলিকে নিয়ে জট অব্যাহত। প্লেয়ার স্ট্যাটাস কমিটির অপেশাদারিত্বে শুনানি স্থগিত করে দেওয়া হয়। ফের শুনানি মঙ্গলবার। ইস্টবেঙ্গলে সই করার আগে আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে সেদিনই সিদ্ধান্ত।

২) আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হারে কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে প্রথম ম্যাচেই শূন্যহাতে ফিরছে লাল-হলুদ।

৩) আইএসএল-এর প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে কার্যত ডিফেন্সের ভুলে গোল হজম করে সবুজ-মেরুন। আর দলের এই পারফরম্যান্সে হতাশ বাগান কোচ । মেনে নিলেন ডিফেন্সে এখনও অনেক কাজ বাকি।

৪) ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় হকি দলের। সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে আজ ছিল মর্জাদার লড়াই। কারণ আজ ভারতের সামনে ছিল পাকিস্তান। আর সেই ম্যাচে পাকিস্তানকে হারাল ২-১ গোলে। ম্যাচে দুটো গোল অধিনায়ক হরমনপ্রীত সিং-এর।

৫) সদ্য শেষ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে একেবারেই ব্যর্থ ভারতীয় দল। আর এবার ভারতের খারাপ পারফরম্যান্সের নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আবার নিশানা করলেন তিনি।

আরও পড়ুন- আনোয়ারকে নিয়ে জট অব্যাহত, মঙ্গলবার ফের শুনানি
