Tuesday, November 4, 2025

শতবর্ষে মল্লিক বাড়ির দুর্গাপুজো, আড়ম্বরে কাটছাঁট রঞ্জিত-কোয়েলদের!

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। পটুয়াপাড়ায় চলছে শেষ মুহূর্তের তুলির টান। বড় বড় পুজো মন্ডপে রাত জেগে কাজ করছেন শিল্পীরা। কিন্তু কোথাও যেন আনন্দের জৌলুসে খানিকটা ভাটা পড়েছে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে মন ভাল নেই উৎসব প্রিয় বাঙালির। এই তালিকায় রয়েছে ভবানীপুরের মল্লিক পরিবারের সদস্যরাও। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়ির পুজো এ বছর শতবর্ষে পদার্পণ করতে চলেছে। বছরের গোড়া থেকেই উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু গত এক মাসে পরিস্থিতি অনেকটা বদলে গেছে বলেই মনে করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। ঐতিহ্যবাহী পুজোর আয়োজনে কোনও খামতি থাকবে না, কিন্তু অন্যান্য বারের মতো এ বছর হয়তো চেনা আড়ম্বরের দেখা মিলবে না কোয়েলের বাড়ির পুজোয়।

আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। প্রকৃতি আগমনীর আগমনের বার্তা দিলেও কলকাতার আর জিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় অনেকটাই স্তিমিত এবারের পুজোর আনন্দ। মল্লিক বাড়ির কন্যা কোনদিনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক মন্তব্য করেননি। “জাস্টিস ফর আর জি কর” স্লোগানের ভিড়েও কোয়েলকে বিশেষ কোনও পোস্ট বা পদক্ষেপ করতে দেখা যায়নি। বরাবরই বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসেন টলিউডের ‘মিতিন মাসি’। নিজের বাড়ির শতবর্ষের পুজো তাই আলাদা একটা উন্মাদনা তো আছেই। কোয়েল বলেন, , “এবার পরিস্থিতি এমন যে, যতটা আনন্দ করব ভেবেছিলাম, তা হবে না। মন থেকে সেই আনন্দ আসছে না। তবে পুজো করব নিশ্চয়। কারণ, ১০০ বছরটা তো বারবার আসবে না। আমাদের অনেক আত্মীয়রা আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকেন। তাঁদের টিকিট কাটা হয়ে গেছে। তাঁরা আগে থেকেই ভেবেছিলেন এবছর আসবেন। তাই তাঁরাও আসছেন। এবারের পুজোটা হয়তো আমরা বেশিরভাগটাই প্রাইভেট রাখারই চেষ্টা করব। শুধু পরিবারের মধ্যে থাকবে।” তাহলে কি এবছর মল্লিক বাড়ির পুজোতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকছে? এই উত্তর অবশ্য মেলেনি। এবারের পূজোয় কোয়েলের কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তাই ষষ্ঠী থেকে দশমী পরিবার আর প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাতে চান টলিউড অভিনেত্রী।

spot_img

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...