Friday, August 22, 2025

উঠছে জুনিয়র ডাক্তারদের ধর্না, তবু খাট-ট্রিপল স্বাস্থ্যভবনের বাইরেই!

Date:

Share post:

শনিবার থেকে আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)। আজ বিকেল ৩টে নাগাদ স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) থেকে সিজিও কমপ্লেক্স (CGO complex) অভিযানের পরেই নিজের নিজের কলেজে ফিরবেন আন্দোলনরত পড়ুয়ারা। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় মেডিক্যাল ক্যাম্প করার প্রস্তুতিও নেoয়া হচ্ছে। অর্থাৎ ধাপে ধাপে কর্মবিরতি প্রত্যাহার করতে চলেছেন ট্রেনি ডাক্তাররা। কিন্তু এখনই স্বাস্থ্যভবনের বাইরে করা ক্যাম্প থেকে খাট বিছানা বা ত্রিপল কিংবা অন্যান্য সামগ্রী এখনই সরছে না। আন্দোলনের চিহ্ন সেখানে রেখে দিতে চাইছেন চিকিৎসকরা। তাঁদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি, যদি কোনও সময় মনে হয় যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বা তাঁদের দাবি মানা হচ্ছে না, সেক্ষেত্রে পুনরায় কর্মবিরতির পথে হাঁটতে পারেন ডাক্তার বাবুরা। এতো কূটনৈতিক রাজনীতি মাথায় নিয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন তো জুনিয়র ডাক্তাররা, সংশয়ে আমজনতা।

কালীঘাট এবং নবান্নের (Nabanna) সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এবার জট কাটিয়ে আংশিকভাবে কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তারবাবুরা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। অবিলম্বে মেডিক্যাল ক্যাম্প খোলার চিন্তা ভাবনা করেছে সরকার। কিন্তু ট্রেনি ডাক্তাররা কাজে না ফিরলে সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি সিনিয়র চিকিৎসা করে বলছেন যে স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে যেভাবে একের পর এক দাবি মেনে নেওয়া হয়েছে, সহযোগিতা করা হয়েছে তাতে এখন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়াটাই উচিত। এইসব পরিস্থিতির দিকে নজর রেখে জিবি মিটিং-এর পর বৃহস্পতিবার রাতে আংশিকভাবে কাজে ফেরার কথা জানিয়েছেন WBJDF এর প্রতিনিধিরা। তবে তার আগে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে শুক্রবার বিকেলে সিজিও কমপ্লেক্স অভিযান করতে চলেছেন তাঁরা। পাশাপাশি ‘অভয়া’ কাণ্ডের বিচার চেয়ে পথে নামছে নাগরিক সমাজও। মশাল হাতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।ডাক্তাররা জানিয়েছেন, দুর্গতদের পাশে দাঁড়াতে অভয়া ত্রাণ শিবির খোলা হচ্ছে। ধর্নাস্থলের অতিরিক্ত শুকনো খাবার, পোশাক, ওষুধ বৃহস্পতিবার মাঝরাতেই গাড়ি করে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে।


spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...