বিজেপি শাসিত হরিয়ানায় (Haryana) বিজেপির ‘স্টিকার’ থাকলেই ‘খুন’ করেও ছাড়া পাওয়া যায়। গুরুগ্রামের ভয়াবহ দুর্ঘটনায় বাইকারের (biker) মৃত্যুর পরে মৃতের পরিবার প্রশ্ন তুলছে কীভাবে বিচার পাবেন তাঁরা। তরতাজা যুবকের মৃত্যুর দায়ভার কে নেবে?

ভুল লেনে (Wrong Side) আসা ভারতীয় জনতা পার্টির স্টিকার লাগানো কালো এসইউভি গাড়ির ধাক্কায় মুহূর্তে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহী। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী ওই বাইক আরোহী অক্ষত গর্গের। ঘটনার পর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। সেই বিষয়টি সামনে আসতেই মৃত অক্ষতের মায়ের প্রশ্ন, ‘কী করে তিনি জামিনে মুক্ত হলেন?’

গুরুগ্রামের (Gurugram) ডিএলএফ ফেজ ২ তে গল্ফকোর্স রোডে বাইক চালাচ্ছিলেন বছর ২৩ এর অক্ষত। তাঁর সঙ্গে ছিল বন্ধুরা। এ সময় ভুল দিক দিয়ে এসে অক্ষতের বাইকে ধাক্কা মারে কুলদীপ ঠাকুর নামে এক ব্যক্তির এসইউভি (SUV)। পুলিশি তদন্তে অনুমান, কুলদীপ গুগল ম্যাপ (Google map) দেখে রাস্তার ভুল দিক দিয়ে এসে ওই বাইককে ধাক্কা মারে। গোটা ঘটনাটি অক্ষতের বন্ধুর বাইকের গো প্রো (GoPro) অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক আরোহী অক্ষত হেলমেট ও গ্লাভস পরে বাইক চালাচ্ছিলেন। সে সময় রাস্তায় টার্ন নিতেই রাস্তার ভুল দিক থেকে আসা XUV 3XO ধাক্কা মারে বাইকে। তার ফলে মাটিতে পড়ে যান অক্ষত। সেখানেই মৃত্যু হয় তাঁর।

এরপর ঘাতক এসইউভির (SUV) চালক কুলদীপ ঠাকুরকে গ্রেফতার করা হলেও তাঁকে জামিনে মুক্ত করা হয়েছে। আর এই বিষয়ে অক্ষতের মা বলেন,’ আমি আমার ছেলের জন্য বিচার চাই। যে ভুল করেছে, আমার ছেলেকে মেরেছে … আমার একটাই প্রশ্ন, ওঁ কীভাবে জামিনে মুক্তি পেল? আমার ছেলে তো মারা গিয়েছে, তবে অভিযুক্ত সারা রাত শান্তিতে ঘুমিয়েছে… পুলিশ আমাদের কেন সাহায্য করছে না?’ আর এরপরই সামনে ভারতীয় জনতা পার্টির স্টিকারই আর চারটে সাধারণ মানুষের থেকে আলাদা করে দিচ্ছে অপরাধীকে?
