পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে টিম ইন্ডিয়া? মুখ খুলল বিসিসিআই

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। তবে পাকিস্তানে খেলতে ভারতীয় দলকে পাঠাবে না , তা আগেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো নিয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি বলেন, ‘‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে কোনও বিদেশ সফরের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াই নিয়ম। ভারতীয় ক্রিকেট দল কোনও দেশে সফরে যাবে কী যাবে না, তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও সরকার যে সিদ্ধান্ত নেবে, বিসিসিআই সেটা মেনে চলবে।”

গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তানে দল পাঠায়নি ভারত। প্রতিযোগিতা হয়েছিল হাইব্রিড মডেলে। যদিও তারপর একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল।

আরও পড়ুন- প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট ভারতের, ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ