এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সামনে ভারত। মেয়েদের ডাবলসে পদক নিশ্চিত ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়ের। ভারতের প্রথম জুটি হিসেবে পদকের ইতিহাস গড়তে চলেছেন সুতীর্থারা।

এশিয়ান টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে এর আগে কখনও পদক জেতেনি ভারত। গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করছেন ঐহিকা ও সুতীর্থা। অর্চনা কামাথের হঠাৎ অবসরে সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটিতে জুটি বাঁধার সুযোগ হয়েছে। আর সুযোগটাকে দুর্দান্ত কাজেও লাগালেন।দক্ষিণ কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান টেবিল টেনিসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐহিকা-সুতীর্থার ভারতীয় জুটি।
দক্ষিণ কোরিয়ার কিম নায়োয়েং ও লি ইনহে জুটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল এবং পদকও নিশ্চিত ঐহিকা-সুতীর্থা জুটির। সেমিফাইনালে তাঁরা খেলবেন জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারা জুটির বিরুদ্ধে। পদকের রং বদলের সুযোগ থাকছে ঐহিকাদের সামনে।সেমিফাইনাল ম্যাচ জিতলেও সোনার পদকের সুযোগ।