Saturday, January 31, 2026

বৃদ্ধতন্ত্র ছেড়ে তারুণ্যে জোর? CPIM-এর এরিয়া কমিটির নির্দেশিকায় ঘিরে জোর জল্পনা

Date:

Share post:

বৃদ্ধতন্ত্র ছেড়ে এবার কি সত্যিই তারুণ্যের জয়গান CPIM-এ? অন্তত রাজ্যের এরিয়া কমিটির নির্দেশিকা দেখে সেটাই জল্পনা। কারণ নির্দেশিকায় নেতৃত্বের বয়স বেঁধে দেওয়া হয়েছে। এমনকী, সম্মেলনে কমিটি নির্বাচনে ভোটাভুটি হলে প্রত্যেকের নামের পাশে তাঁদের বর্তমান বয়স উল্লেখ করতে হবে ব্যালট পেপারে।আপাতত লন্ডনে আছেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। শনিবারই রাতেই ফেরার কথা তাঁর। সেলিমের অনুপস্থিতিতেই রাজ্য সিপিএমের তরফে একটি নির্দেশিকা জারি হয়েছে। সেখানে এরিয়া স্তরের সম্মেলন সংক্রান্ত নিয়মাবলি লেখা। নীচে স্বাক্ষর রয়েছে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের। আর সেখানে নিয়মাবলিতে একটি ‘এজ টেব্‌ল’ দেওয়া হয়েছে।
নিয়মে বলা হয়েছে,
• এরিয়া কমিটি যদি ১৩ জন সদস্য থাকেন, তা হলে ৪০ শতাংশে বয়স ৫০-এর কম হতে হবে
• ৪০ শতাংশ অর্থাৎ ৫জনের মধ্যে ১ জন অনূর্ধ্ব ৩১, ১ জন অনূর্ধ্ব ৪০ ও ৩ জন অনূর্ধ্ব ৫০ হতে হবে
• ২ জন মহিলাকে কমিটিতে রাখতেই হবে

নির্দেশিকায় স্পষ্ট লেখা হয়েছে, সম্মেলনে বিদায়ী কমিটি সব নির্দেশ মেনে যে প্যানেল জমা দেবে তার পাল্টা তালিকা জমা পড়লে ভোটাভুটি হবে। সেখানে ব্যালটে প্রত্যেকের নামের পাশে বয়স উল্লেখ করে দিতে হবে। আর ভোট দেওয়ার সময় বয়সবিধি মেনেই ভোট দিতে হবে। না হলে সেই ব্যালট বাতিল হবে। শুধু তাই নয়, যত জনের কমিটি হবে, ততজনকেই ভোট দিতে হবে। বেশি বা কম করা যাবে না।

তবে, সিপিএমের শূন্য়ের জমানায় গ্রামাঞ্চলে কমবয়সী সদস্য পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে দলীয় নেতৃত্বেরই। আর গত বিধানসভা আর লোকসভা নির্বাচনে তরুণ মুখদের সামনে নিয়ে এসেও শূন্যের খরা কাটাতে পারেনি আলিমুদ্দিন স্ট্রিট। এখন সংগঠনে যুবদের দায়িত্ব দিয়ে কী পালে হাওয়া লাগানো যাবে! প্রশ্ন দলের অন্দরেই।







spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...