Tuesday, August 26, 2025

মাস্কের এক্স-ই দাঁও মারার জায়গা, নির্বাচন প্রক্রিয়ায় ফেক নিউজে বিপুল রোজগার!

Date:

Share post:

নির্বাচনের আগে রাতারাতি পোস্ট থেকে রোজগারের নীতিতে বদল। আর তার ফলেই এলন মাস্কের (Elon Musk) এক্স থেকে মার্কিন মুলুকে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোটি কোটি রোজগার করলেন বহু মানুষ। তবে বিবিসি (BBC)-র একটি সমীক্ষা দাবি করছে রোজগার করতে গিয়ে ভুল খবর থেকে চক্রান্তমূলক তথ্য পরিবেশন হয়েছে বেশি শেয়ার (share) ও লাইক (like) পাওয়ার জন্য। আর সেই সব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এক্স-এ। শুধুমাত্র এভাবেই টাকা রোজগার করে বহু মানুষ এক্স(X)-এই পোস্ট করেছেন, এত সহজে উপার্জন করা যায় তা তাঁদের জানাই ছিল না।

এক্স হ্যান্ডেল (X handle) রোজগারের নতুন নীতি লাগু করে ৯ অক্টোবর থেকে। কার পোস্ট কত বেশি সম্প্রচারিত হয়েছে তা মাপার জন্য আর বিজ্ঞাপনকে মাপকাঠি হিসাবে ধরা হবে না। পোস্টে লাইক, শেয়ার, কমেন্টের উপর পোস্টের সম্প্রচার (circulate) মাপা হবে বলে জানানো হয়। এরপরই দেখা যায় ডলার রোজগারের জন্য নতুন উদ্যমে নেমে পড়ে এক্স ব্যবহারকারীরা। এমনিতে আমেরিকার নির্বাচনে এলন মাস্ক নিজে সরাসরি নেমে পড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রিপাবলিকানের জন্য তহবিলে দান করে।

মাস্কেরই দেখানো পথে তাঁর এক্স ব্যবহারকারীরা রাজনীতির ময়দান ও প্রচারকে বেছে নিয়েছে রোজগারের জন্য। রিপাবলিকান থেকে ডেমোক্রাট, এমনকি নিরপেক্ষ প্রার্থীদের সমর্থকরাও এক্স হ্যান্ডেলে প্রচারের কাজে নেমে। পড়েন এমনকি প্রচারের থেকে অপপ্রচারে বেশি উৎসাহ দেখান ইউজাররা (users), দাবি বিবিসির (BBC) সমীক্ষায়। এআই (AI) প্রযুক্তিতে ট্রাম্প বা কমলা হ্যারিসের ছবি তৈরি করে পোস্ট করেও বিপুল রোজগার করেন ইউজাররা। এভাবেই খুব কম ফলোয়ার (follower) থাকা ইউজারও (users) মিলিয়ন লাইক (Like) শেয়ার (Share) পেয়ে রোজগার করেন। পুরোনো খবরকে নতুন ভাবে রঙ চড়িয়ে পোস্ট করাও বাদ যায়নি তার মধ্যে। যেখানে ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনাও পুণরায় প্রচার করতে দেখা যায়।

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...