Tuesday, August 26, 2025

আমেরিকার ভোটের ব্যালটে বাংলা! একমাত্র এশিয় ভাষা হিসাবে স্বীকৃতি

Date:

Share post:

আমেরিকার নির্বাচনে অভিবাসী ভোট (migrant vote) একটা বড় ভূমিকা নিয়ে থাকে। এবারের নির্বাচনে সেই ভোট কার্যত একটি ইস্যু। সেই ইস্যুকে নজরে রেখে নিউইয়র্ক (New York) শহরে ব্যালটেও রাখা হল এশিয়ার ভাষা। আর সেই ভাষা হিসাবে স্থান পেল বাংলা। নিউইয়র্ক শহরের ব্যালটে (ballot) ইংরাজি বুঝে ভোট দিতে সমস্যা হলে এবার বাংলা (Bengali) ভাষায় নির্দেশ বুঝে ভোট দেওয়ার সুবিধা পাবেন অভিবাসীরা।

মঙ্গলবার মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচনের মূল পর্ব। যদিও সেপ্টেম্বরের শেষ থেকে বিভিন্ন প্রদেশে আর্লি ভোটিং (early voting) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের এক তৃতীয়াংশ মানুষ ইতিমধ্যেই ব্যালট বা ই-মেলে (e-mail) অগ্রিম ভোট প্রক্রিয়ায় ভোট দিয়ে ফেলেছেন। মঙ্গলবার মূল ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরে সন্ধ্যা ৭টার পরে থেকে হবে ভোট গণনা।

তবে নিউইয়র্কের বাসিন্দাদের জন্য যে ব্যালট থাকছে, তাতে বাংলায় নির্দেশ থাকছে। ব্যালটে ইংরাজি ছাড়াও অন্য সুবিধাজনক ভাষা রাখার জন্য একটি মামলা হয়। সেই মামলায় এশিয়ার একটি ভাষা রাখার দাবি জানানো হয়। সেখানে এক ভারতেরই বিভিন্ন ভাষা লড়াইতে নামে। সেই লড়াইয়ে বাংলাকে (Bengali) এশিয় ভাষা (Asian language) হিসাবে রাখার প্রস্তাব পাশ হয়। মূলত জনসংখ্যার ঘনত্ব (population density) হিসাবে এই স্বীকৃতি পায় বাংলা। স্পষ্টত বোঝা যায়, আমেরিকায় বিশেষত নিউইয়র্ক শহরে অভিবাসী হিসাবে সর্বাধিক বাংলা ভাষার মানুষই রয়েছেন।

মঙ্গলবার আমেরিকার ৫০টি প্রদেশে ভোটদান প্রক্রিয়া শেষ হবে। ইতিমধ্যে ভোট দিয়েছেন সাড়ে ৭ কোটির বেশি আমেরিকাবাসী। লক্ষাধিক অভিবাসী রয়েছেন এই ভোট প্রক্রিয়ায়। তবে এর মধ্যে বেশিরভাগ বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে সমীক্ষায় দাবি। তাঁদের সুবিধার্থেই নিউইয়র্ক শহরে ব্যালটে থাকছে বাংলা।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...