Wednesday, November 12, 2025

আইপিএলে ব্রাত্য, বিগ ব্যাশের দরজাও বন্ধ, সাকিবের কেরিয়ার প্রশ্নের মুখে

Date:

Share post:

আইপিএলে দল পাননি। এমনকি তাকে নিলামেও তোলা হয়নি।এটা মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না।ডেভিড ওয়ার্নারের কথাই ধরুন। আইপিএল ইতিহাসে ৫ জন সেরা ক্রিকেটার নাম বললে এর মধ্যে তিনি থাকবেন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৬২টি ফিফটি তার। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে সাড়ে ৬ হাজারের বেশি।তবে এত কিছু আইপিএলে তার দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। সাকিবও তাই পড়ন্ত বেলায় দল পাবেন না, এটাই স্বাভাবিক। ওয়ার্নার বিগ ব্যাশে খেলবেন, খেলতে পারবেন অন্য যে কোনও লিগে। সাকিব কোথায় খেলবেন? সাকিবের কাছেও বিকল্প আছে অনেক। তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত।

সাকিবের বিপিএলে দল পাওয়া পুরোপুরি নিশ্চিত। তবে এখানে আছে বড় বিপত্তি। দল পাওয়ার পরও সাকিব বিপিএল খেলতে পারবেন তো? শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রাক্তন এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে খেলতেই তো দেশে ফিরতে পারেননি। নানা ঘটনার পর দেশের উদ্দেশে রওনা দিয়েও মাঝপথে আবার ফিরে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিব কীভাবে আগামী বিপিএলে খেলবেন?দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ—এসব টুর্নামেন্ট হবে বিপিএলের কাছাকাছি সময়ে। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময়ে হওয়ার কথা।বিগ ব্যাশে সাকিবের জায়গা নেই। সেটা শুধু পারফরম্যান্সের জন্য নয়; ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের আপত্তির বিষয়ও আছে। অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পাওয়ায় ২০২০ সালে তাকে লিগে নিতে আপত্তি জানিয়েছিল সিএর নৈতিক পুলিশ।সব মিলিয়ে সাকিবের বিগ ব্যাশের দরজা বন্ধ।

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে কোনও দলের স্কোয়াডেও সাকিব নেই। আর সম্প্রতি হয়েছে এসএ টি-টোয়েন্টি লিগের নিলাম, যেখানে সাকিব নাম দেননি। সুপার স্ম্যাশের দলগুলোর স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।বাকি থাকছে পিএসএল, সিপিএলের মতো টুর্নামেন্ট।সাকিবেরও এখানে খেলার ভালো সম্ভাবনা আছে; বিশেষ করে সিপিএলে। পিএসএলে এর আগে সাকিবের নিয়মিত খেলা হয়নি।

২০১৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাকিব এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৪ ম্যাচ। তবে এখনকার পরিস্থিতি তো অনেকটাই ভিন্ন! সিপিএলে সাকিব খেলেছেন ৩৬ ম্যাচ। সর্বশেষ খেলেছেন ২০২২ সালে। এই টুর্নামেন্টেও সাকিবকে নিয়মিত দেখা যেতে পারে। তাঁর বোলিংটা এখনো ক্যারিবীয় উইকেটে বেশ কার্যকর।এ ছাড়া মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল সুপার লিগও সাকিবের বিকল্প হতে পারে। গত মরসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে সাকিব মেজর লিগ ক্রিকেটে খেলেছেন। যুক্তরাষ্ট্রে থাকায় এই টুর্নামেন্ট সাকিবের জন্য খেলাটা সুবিধারও। কানাডার গ্লোবাল সুপার লিগ তো আছেই। লঙ্কা প্রিমিয়ার লিগের কথা ভুললেও চলবে না। ২০২৩ সালে এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...