Thursday, August 21, 2025

বাংলাদেশ ইস্যুতে বাংলা জ্বলবে! বিজেপির অশান্তির চেষ্টাকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে বাংলা জ্বলবে, বিতর্কিত মন্তব্য করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা বিজেপি বিধায়ক নেতাদের। কলকাতা শহরের বুকে মিছিল বিক্ষোভ করে বাংলাদেশের (Bangladesh) হিন্দু নেতা চিন্ময় দাসের (Chinmay Das) দ্রুত জেলমুক্তির দাবি জানালেও আদতে রাজ্যে এই দাবি তুলে বা তার জন্য আন্দোলন চালিয়ে যে আখেরে নজরে আসার চেষ্টা ছাড়া আর কোনও লাভ হবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেইসঙ্গে বিরোধী দলনেতাকে প্ররোচনামূলক বক্তব্য থেকে বিরত থাকার নিদান দিলেন তিনি।

চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (MEA) ইতিমধ্যেই বাংলাদেশের উপর চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছে। তা সত্ত্বেও বাংলায় সেই আন্তর্জাতিক ইস্যু নিয়ে পারদ চড়ানোর চেষ্টা করছেন রাজ্যের বিজেপি নেতারা। বুধবার বিধানসভার অধিবেশনে হট্টোগোল পাকিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের (Bangladesh Dy High Commissioner) দফতর অভিযান করেন তাঁরা। একদিকে বিরোধী দলনেতা (LOP, Bidhansabha) দাবি করেন দুই দেশের সীমান্ত বন্ধ করে দিয়ে আন্দোলনে নামবে বাংলার মানুষ। বুধবার সীমান্ত জেলাগুলির বিজেপি বিধায়কদের নিয়ে ডেপুটি হাই কমিশনারের দফতর অভিযান করেন তাঁরা। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দাবি করেন দ্রুত বাংলাদেশে চিন্ময় দাসকে মুক্ত না করলে বাংলায় আগুন জ্বলবে।

যে আন্তর্জাতিক বিষয় নিয়ে এখনও কড়া অবস্থান নেয়নি খোদ কেন্দ্রের মোদি সরকার তা নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টাকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের। কুণাল ঘোষ জানান, “কেন্দ্রের উচিত বিষয়টি নিয়ে কথা বলা। বাংলাদেশে (Bangladesh) যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেখানে রাজ্যের কিছু করার নেই। অথচ বিজেপি এখানে হট্টগোল পাকানোর চেষ্টা করছে, ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে।” সেই সঙ্গে তাঁর প্রশ্ন, “বিজেপি নেতারা এখানে লাফাচ্ছে কেন? বিষয়টা কেন্দ্রের। সেখানে তাঁদেরই নেতারা রয়েছেন। কিছু জানানোর হলে তাঁদের লিখিতভাবে জানাক বা তাঁদের কাছে গিয়ে দাবি করুক।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “এমনভাবে প্ররোচনামূলক কথা বলা উচিত নয় যাতে নতুন করে পরিস্থিতি জটিল হয়।”

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...