Monday, August 25, 2025

লোকসভায় তৃণমূল সাংসদদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা বিজেপির! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

ভোটের ময়দানে গো হারা হারার পরেও চক্রান্তের রাস্তা থেকে সরছে না বিজেপি৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু করেছে মোদি সরকার৷ এই চক্রান্তেরই অংশ হিসেবে তৃণমূল সাংসদের আভ্যন্তরীণ ঐক্য ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার, যেখানে তাদের পুরোনো আসন বিন্যাস ভেঙে লোকসভায় নতুন আসন বন্টন করা হয়েছে৷ এর জেরেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভার স্পিকারকে ই-মেল করে তাদের দলের অবস্থান জানাবেন বলে স্থির করেছেন৷ এই ইমেলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করবেন, সরকারের এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না৷ অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷

এই প্রসঙ্গে শনিবার দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা হয় না কি ? দলের নেতা এক জায়গায় বসবেন আর তার থেকে দূরে বসবেন তাদেরই দলের অন্য সাংসদরা ! যে আসন বিন্যাস তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আমার থেকে অনেক দূরে বসছেন দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুটা দূরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দ্বাদশ লোকসভা থেকে আমি সংসদে আসছি৷ এটা অষ্টাদশ সংসদীয় অধিবেশন৷ এতদিন এমন কোনও কান্ড দেখিনি৷ সরকারের এই সিদ্ধান্ত মানা হবে না৷ আমাদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷ তৃণমূল কংগ্রেসের সব সাংসদরা একসঙ্গেই বসবেন৷

ঘটনা হল, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়ে নতুন আসন বিন্যাসের কথা জানানো হয়েছে৷ অথচ জুলাই মাসের ২৩ তারিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভার সচিবালয়কে লিখিতভাবে জানিয়েছিলেন যে তৃণমূল সাংসদরা কে কোথায় বসবেন৷ তারপরেও মোদি সরকার কেন এই ভাবে নতুন আসন বিন্যাস তালিকা তৈরি করল, প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ একইরকমভাবে কংগ্রেসের সাংসদদের আসন তালিকাও ঘেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তারাও ক্ষুদ্ধ গোটা বিষয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ৷ সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান বলেও জানান গৌরব গগৈ৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...