Sunday, January 11, 2026

আইন মেনেই চলব: রাতভর জেলে, বাইরে বেরিয়ে প্রতিক্রিয়া অল্লুর

Date:

Share post:

হাইকোর্ট থেকে জামিন মিলেছিল শুক্রবারেই। তবে জেল মুক্তি হতে শনিবার সকাল হয়ে গেল। সকালেই হায়দ্রাবাদের চঞ্চলগুড়া (Chanchalguda) জেল থেকে বেরিয়ে এলেন পুষ্পা (Pushpa)। তবে রাতের সব ক্লান্তি ভুলে সকাল থেকেই ফের ভালোবাসার মানুষ, অনুরাগীদের সামনে হাজির অল্লু।

নিম্ন আদালতে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হলেও তেলেঙ্গানা হাইকোর্ট (Telengana High Court) অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun)। যাবতীয় জামিনের প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকাল সোয়া সাতটা নাগাদই চঞ্চলগুড়া জেলের বাইরে বেরিয়ে আসেন অল্লু অর্জুন। সরাসরি চলে যান তার জুবিলি হিলস-এর বাড়িতে। সেখানেই সাংবাদিকদের অনুরোধে অল্লু প্রতিক্রিয়া দেন আইনের পথে তিনি চলবেন এবং এই মামলায় প্রশাসনকে যাবতীয় সহযোগিতা করবেন।

হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) পুষ্পা টু-এর (Pushpa-2) প্রিমিয়ারে আচমকাই অল্লু অর্জুন উপস্থিত হতেই হুড়োহুড়ি শুরু হয়। সেখানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আহত হয় তার সন্তান। এরপরই শুক্রবার অল্লুকে গ্রেফতার করে তেলেঙ্গানা (Telengana) পুলিশ। তবে অল্লুর (Allu Arjun) গ্রেফতারির পরে নিহত রেবতির স্বামী ভাস্কর এই মামলা তুলে নেবারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, যে দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে তার জন্য অল্লু অর্জুন দায়ী নন।

তবে শনিবার জেল মুক্তি হওয়ার পর অনেকটাই নিশ্চিন্ত দেখায় অল্লু আর্জুনকে। তিনি জানান গোটা ঘটনার জন্য তিনি গভীরভাবে শোকাহত। তবে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) তিনি গত ৩০ বছর ধরে সিনেমা দেখতে যান কখনো এ ধরনের ঘটনা ঘটেনি এটা নিতান্তই দুর্ঘটনা।

সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সকলকে এবং সব ভক্তদের, এই কঠিন পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য। তাঁর দাবি তিনি সুস্থ রয়েছেন। একজন আইন মেনে চলা নাগরিক (law abiding citizen) হিসাবে তিনি গোটা ঘটনায় প্রশাসনকে সহযোগিতা করবেন এবং নিহত মহিলার পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো সম্ভব তিনি পাশে থাকবেন।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...