মাওবাদী নিধন অভিযানে ফের আইইডি বিস্ফোরণের ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে বিস্ফোরণে আহত ৩ জওয়ান। বিজাপুর (Bijapur) এলাকায় একের পর এক সাধারণ মানুষের উপর মাওবাদী হামলা ও খুনের ঘটনার জেরে ব্যাপক মাও-দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিজাপুর ও দান্তেওয়াড়ার সীমান্ত এলাকায় মঙ্গলবার দুপুরে আচমকাই আইইডি বিস্ফোরণ (IED blast) হয়। যার জেরে আহত হন ১ সিআরপিএফ (CRPF) ও ২ ডিআরজির (DRG) জওয়ান।

সম্প্রতি বিজাপুরের (Bijapur) বুগদিচেরু গ্রামে সাধারণ গ্রামবাসীদের নৃশংসভাবে হত্যা করে মাওবাদীরা। সোমবার রাতে দুই গ্রামবাসীকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত পরিচয় মাওবাদীরা। এরপরই ওই এলাকায় শুরু হয় মাওবাদী বিরোধী অভিযান। সিআরপিএফ (CRPF) ও ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডে (DRG) যৌথ বাহিনী অভিযান চালায় বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তে।

মঙ্গলবার সেই অভিযান চালানোর সময় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) গুরুতর আহত হয় সিআরপিএফের (CRPF) কনস্টেবল প্রমোদ কুমার ও ডিআরজির (DRG) কনস্টেবল বিজয় কুমার। আরও এক ডিআরজি জওয়ান আহত হওয়ায় তিনজনকেই রাইপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই বিস্ফোরণের ঘটনায় বন্ধ হয়নি মাওবাদী বিরোধী অভিযান।

–


–

–

–

–

–

–

–
