প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে বসলেন RBI-এর প্রাক্তন গর্ভনর শক্তিকান্ত দাস

বড় দায়িত্ব বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের । প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হল তাঁকে। মন্ত্রিসভার বিশেষ নিয়োগ কমিটি শক্তিকান্ত দাসের এই নিয়োগে শিলমোহর দিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন পিকে মিশ্র। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন তিনি।

২০১৮ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর এই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে। এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গেই কাজ করবেন আরবিআই’য়ের প্রাক্তন গভর্নর।

আরও পড়ুন- নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, মিনাখাঁর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_