Friday, January 2, 2026

কোমরে শিকল পরিয়ে দেশে ফেরাচ্ছে, কেন্দ্রের লজ্জাও নেই! মোদিকে নিশানা মমতার

Date:

Share post:

আমেরিকা থেকে ভারতীয় ‘অভিবাসী’দের ফেরানো হচ্ছে কোমরে শিকল পরিয়ে। তারপরও কেন্দ্রের মোদি সরকারের কোনও লজ্জা নেই। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন করলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার নেতাজি ইনডোর তৃণমূল কংগ্রেসের সাধারণ সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে ভারতীয়দের কোমরে শিকল পরিয়ে ভারতে ফেরানো হচ্ছে, সেটা দেশের জন্য অপমানজনক। অথচ কেন্দ্র সরকার কোনওরকম দায়িত্ব নিতে নারাজ। তৃণমূল নেত্রীর প্রশ্ন, এখন আমেরিকায় কী হচ্ছে? কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে ভারতীয়দের। লজ্জা করে না, শিকল পরিয়ে ভারতীয়দের অপমান করা হচ্ছে। কেন্দ্রকে এক হাত নিয়ে তিনি জানান, আপনারা বলতে পারতেন না যে, আপনারা ছাড়ুন আমরা সসম্মানে ফিরিয়ে আনব। যেমনটা কলম্বিয়া করেছে। সম্মানের সঙ্গে আমেরিকায় থাকা ভারতীয় অভিবাসীদের নিয়ে আসতে পারতেন। সেই দায়িত্ব তো আপনারা নেননি। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই-বোনেরা অপমানিত হচ্ছেন। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আজকে অন্য দেশও অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী বলে আমাদের ভাইবোনেদের শিকল পরিয়ে দেশে পাঠাচ্ছে। আর আপনারা তাঁদের সঙ্গে বসে মিটিং করছেন, গালগপ্প করছেন। একবারও তাকিয়ে দেখছেন না।মুখ্যমন্ত্রীর কথায়, যদি আমাদের দেশের লোক বিদেশের মাটিতে বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না যে, তোমরা শিকল বেঁধে পাঠিও না। কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলল না, আমার লোকেদের আমরা ফিরিয়ে নিয়ে যাব। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী কি নিজের দায়িত্ব পালন করেছেন?

উল্লেখ্য, তিনশোর বেশি ভারতীয় অভিবাসীকে আমেরিকা থেকে দেশে ফেরানো হয়েছে হাতে শিকল, কোমরে দড়ি পরানো অবস্থায়। ট্রাম্পের নীতির বিরোধিতা না করেই তৃণমূল নেত্রী বলেন, ভারতীয়দের সসম্মানে দেশে ফেরানোর দায়িত্ব নেওয়া উচিত ছিল ভারত সরকারের।

spot_img

Related articles

বছরের দ্বিতীয় দিনে ধর্মঘট ব্লিঙ্কিটের গিগ কর্মীদের

বছরের শেষ দিনে সারা দেশ জুড়ে ধর্মঘটের পথে হেঁটেছিলেন ডেলিভারি কর্মীরা। সমস্যার মুখে সুইগি এবং জোম্যাটো ইন্সেন্টিভের ঘোষণা...

বাসন্তীর জমি বিবাদের ভাইরাল ভিডিও নিয়ে অপপ্রচারের জবাব দিল রাজ্য পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জমি বিবাদের জেরে মহিলাকে ফেলে মারার ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করা...

SIR শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্ক! প্রৌঢ়ার আত্মহত্যার অভিযোগ

এসআইআর(SIR) আতঙ্কে মৃত্যু অব্যাহত বাংলায়। নতুন বছরের শুরুতেই আরও একজনের মৃত্যুর অভিযোগ। ঘটনার স্থান বর্ধমান উত্তর বিধানসভার রায়নগর।...

জগন্নাথের টানেই দিঘামুখী পর্যটকরা, প্রথম দিনেই লক্ষাধিক দর্শনার্থীদের সমাবেশ

জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই পর্যটকদের ঢল নামছে দিঘায়।  নতুন বছরের প্রথম দিনেও যার ব্যতিক্রম হল না। শুধু...