Sunday, November 9, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার শর্তসাপাক্ষে জামিন অয়ন শীলের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার জামিন পেলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। বিশেষ শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় হুগলির অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। যদিও এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলেন। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।কারণ, পুরনিয়োগ দুর্নীতি মামলাতেও অভিযুক্ত অয়ন শীল। সেই মামলা এখনও চলছে।তাই তাকে এখনও জেলে থাকতে হবে।

শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতির যে কটি মামলা ছিল তার বিরুদ্ধে, তার মধ্যে অধিকাংশতেই তিনি জামিন পেয়েছেন। জানা গিয়েছে, আর একটি মামলায় জামিন হলেই সম্ভবত জেল থেকে বেরতে পারবেন অয়ন।শিক্ষা দু্র্নীতি মামলায় ইডি ও সিবিআই তদন্তে নামার পর ২০২৩ সালের মার্চ মাসে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগে উত্তরপত্র কারচুপির অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। হুগলিতে বসেই ওএমআর শিটে অয়ন শীল কারচুপি করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই মামলার জট ছাড়াতে অয়ন শীল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল সিবিআই, ইডি। তাকে জেরা করে বেশ কয়েকজনের নাম উঠে আসে।

২০২৪-এর ডিসেম্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাসপোর্ট জমা, মোবাইল নম্বর দেওয়া, তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা-সহ একাধিক শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর হয়েছিল। তবে সিবিআইয়ের মামলা চলায় তিনি জেল থেকে ছাড়া পাননি। শুক্রবার, ৭ মার্চ সেই মামলাতেও জামিন দিল বিশেষ সিবিআই আদালত। তবে এবারও বেশ কয়েকটি শর্ত দিয়েছে আদালত। তার মধ্যে আছে, ১ লক্ষ টাকার দুটি সিউরিটি বন্ড (৫০ হাজার টাকা করে) দিতে হবে অয়ন শীলকে। এছাড়া হুগলি, কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না তিনি।

 

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...