Tuesday, November 4, 2025

সন্দেশখালির হাসপাতালে বরাদ্দ ঘোষণা রাজ্যের: প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথা দিলে যে কথা রাখেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি (Sandeshkhali) গ্রামীণ হাসপাতালে সার্বিক উন্নয়ন ও বেড বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ৮ কোটি টাকা বরাদ্দ হল হাসপাতালের উন্নয়নের খাতে। সেইসঙ্গে পূর্ণ হল সন্দেশখালিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া প্রতিশ্রুতি।

গতবছর ডিসেম্বরে সন্দেশখালি  গিয়ে গ্রামীণ হাসপতালের (Sandesh rural hospital) উন্নতির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মত এই হাসপতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ফলে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি গ্রামীণ হাসপতালের সার্বিক উন্নয়নের কাজ খুব দ্রুত শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ৩০ শয্যার হাসপাতালে বেড (bed) সংখ্যা বেড়ে হবে ৬০। এই হাসপাতালে প্রসূতিদের জন্য এবার থেকে সিজারের ব্যাবস্থা করা হচ্ছে। মিলবে পর্যাপ্ত অভিজ্ঞ চিকিৎসক। সন্দেশখালি-সহ আশেপাশে মানুষ পাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে চিঠিতে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, হাসপতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দের কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে তিনি যে তা রাখেন তা আবারও প্রমাণিত হল। সন্দেশখালি (Sandeshkhali), হিঙ্গলগঞ্জ-সহ  সুন্দরবনের একটি বড় অংশের মানুষ এই গ্রামীন হাসপাতাল থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবার পাবেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবার দিচ্ছেন। এবার সেই তালিকায় সন্দেশখালির নামও জুড়ে গেল।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...