Saturday, August 23, 2025

অধিগ্রহণ নয়, সম্মতির ভিত্তিতেই জমি নেবে রাজ্য! বার্তা দেউচা-পাঁচামির বৈঠকে

Date:

Share post:

দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণের কোনও বিষয়ই নেই। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে জমি কিনে নেওয়ার পরিকল্পনা করেছে। সে জন্য ঘোষণা করেছে ‘ল্যান্ড পার্চেস’ প্যাকেজ। শনিবার বেলেঘাটায় বিদ্যুৎভবনের বৈঠক থেকে স্পষ্ট করেই জানিয়ে দিলেন প্রশাসনিক কর্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেউচা-পাঁচামির কাজ। তবে এই নিয়ে বেশ কিছু ভুল ধারণা ছড়ানো হচ্ছিল। যার ফলে বিভ্রান্ত হচ্ছিলেন স্থানীয়রা। এদিন দীর্ঘ বৈঠক করে এলাকার মানুষের সেই সমস্ত ভ্রান্ত ধারণার নিষ্পত্তি করেন প্রশাসনিক কর্তারা। শনিবার দেউচা পাঁচামি নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন আইএএস পি বি সেলিম, বীরভূমের এসপি, ডিএম। এছাড়াও ছিলেন দেউচা-পাঁচামির জমিদাতারা। এদিন আইএএস দ্ব্যর্থহীন ভাষায় পি বি সেলিম বলেন, দেউচায় জমি অধিগ্রহণের কোনও বিষয় নেই। রাজ্য সরকার একটা ‘ল্যান্ড পার্চেস’ প্যাকেজ ঘোষণা করেছে। যারা লিখিতভাবে সম্মতি দেবে তাদের কাছ থেকে জমি নেওয়া হবে। ওপেন কাস্ট কোল মাইনিংয়ের কোনও পরিকল্পনা নেই। আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে। যেহেতু আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে, উচ্ছেদের কোনও প্রশ্ন নেই। এছাড়াও ওখানে গাছ কাটার কথা উঠেছিল। কিন্তু সেই ভুল ধারণা মিটিয়ে দিয়েও তিনি জানান, কোনও গাছ ওই এলাকায় কাটা হবে না। পরবর্তীকালে জমিদাতাদের নিয়ে আবারও বৈঠক হবে বলে জানান তিনি। প্রয়োজনে তাঁদের থেকে পরামর্শও নেওয়া হবে বলে জানিয়েছেন সেলিম।
এদিকে এদিন মূল কমিটির আওতাধীন আরও একটি নজরদারি কমিটি তৈরি করা হয়েছে। প্রত্যেক মাসে দু’বার করে এই কমিটি বৈঠক করবে দেউচা-পাঁচামির কয়লা শিল্পের অগ্রগতি নিয়ে। ওই এলাকায় কয়লা শিল্প খনন করতে গিয়ে যাতে এলাকার মানুষেরই কর্মসংস্থান হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন – দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...