ওয়াকফ হিংসায় সামশেরগঞ্জে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই অশান্তির জেরে যাদের বাড়ি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

ওয়াকফ আইনের প্রতিবাদে দিন কয়েক ধরেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের দু’একটি এলাকা। তবে এখন পরিস্থিত স্বাভাবিক। অশান্তির মাঝেই যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে বলে সোমবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশে জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, অশান্তিতে যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘বাংলার বাড়ি’ যোজনায় সেসব তৈরি করে দেওয়া হবে। এছাড়া যেসব দোকান পুড়ে গিয়েছে, ভাঙা হয়েছে তা খতিয়ে দেখে হিসেবনিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।

এদিন মুখ্যমন্ত্রী বিএসএফের গুলি চালানো নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, বিএসএফ কেন গুলি চালিয়েছে তার তদন্ত হবে। মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু প্ররোচনা দেওয়া হয়েছে। তবে হাত জোড় করে বলছি বিজেপি-র উস্কানিতে পা দেবেন না।’

–


–

–

–

–

–

–

–

–