হাতকড়ার থেকে হাত গলে পালালো চোর! আলিপুরদুয়ারে হুলুস্থুল

প্রতীকী

আজকাল জিরো ফিগার একটা ফ্যাশন। পাতলা শরীরের সুবিধাও অনেক। কিন্তু কখনও পুলিশি (Police) হেফাজতে হাতকড়ার মধ্যে থেকে হাত গলে চোর পালানো শুনেছেন! অবাক করা এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduwar) জেলা হাসপাতালে। মঙ্গলবার চুরির দায়ে গ্রেফতার করা এক তরুণকে আদালতে তোলার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তখনও হাতে পরানো ছিল হাতকড়া। তবে পুলিশকর্মীদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে, ফাঁক বুঝে হাতকড়ার মধ্যে থেকে হাত গলিয়ে চম্পট দেন চোর অভিযোগে ধৃত যুবক।

যুবক স্থানীয় হওয়ার ফলে তাঁকে আবার ধরতে বেশ বেগ পেতে হয় পুলিশকর্মীদের। হাসপাতাল থেকে উধাও হয়ে রেললাইন ও পাকা রাস্তা পার করে কালজানি নদীর বাঁধের রাস্তা অবধি পৌঁছে গিয়ে ছিলেন সেই তরুণ। নদী পার হতে পারলেই পুলিশের (Police) নাগাল থেকে অনেক দূরে। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ততক্ষণ সেখানে হাজির হয় একাধিক পুলিশ কর্মী। ফলে ঘুঘু ফের ফাঁদে। ঘণ্টাখানেকের মধ্যেই তাকে ধরে নিয়ে এসে আদালতে তোলা হয় তাঁকে।
আরও খবর: মুষ্টিমেয় ‘মুর্শিদাবাদের বাসিন্দা’ নিয়ে ভবানী ভবনের সামনে নাটক বিজেপির রাজ্য নেতৃত্বের

তরুণের বাবা পাড়ায় পাড়ায় ভাঙ্গা জিনিসপত্র কিনে ব্যবসা করেন। মা পরিচারিকার কাজ করেন। অভিযুক্ত তরুণকে পুলিশ চোরাই মাল কেনার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি আলিপুরদুয়ার শহরের পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তবে তাঁর সঙ্ঘে এই যুবকের কোনও হাত আছে নাকি খতিয়ে দেখছে পুলিশ। তবে এদিন পালানোর ব্যাপারে আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্যকে ফোন বা মেসেজ করলেও কোনও উত্তর পাওয়া যায়নি।