নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯ জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার পর লাইন অফ কন্ট্রোলে (LoC) ফের হামলা শুরু পাকিস্তানের। এখনও পর্যন্ত সেই হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতের ‘অপারেশন সিন্দুর’ আঘাতের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেছিলেন পাকিস্তান প্রত্যাঘাত করবে। লাইন অফ কন্ট্রোলে তিন ভারতীয় হত্যায় তারই প্রতিফলন। অন্যদিকে ভারতের হামলায় ৮০ থেকে ৯০ জঙ্গির (terrorist) মৃত্যু হলেও পাকিস্তানের দাবি তাদের শিশু ও নারীদের হত্যা করেছে ভারত।

মঙ্গলবার মধ্যরাতে ৯ জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর (Operation Sindoor) এয়ার স্ট্রাইক চালায় ভারত। সেই তথ্য লুকাতে পাকিস্তানের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, বাহওয়ালপুর ও পাকিস্তানের কোটলি, মুজফফরাবাদসহ পাঁচ জায়গায় হামলা চালায় ভারত। হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৮ পাক নাগরিকের। যার মধ্যে শিশু ও মহিলা বেশি। কার্যত জঙ্গি ঘাঁটি (terrorist hide out) ভেঙে জঙ্গি নিধনের সত্যকেই সেই বিবৃতিতে চেপে যাওয়া হয়েছে।

সেই সঙ্গে পাকিস্তানের বিবৃতিতে দাবী করা হয়েছে এই পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে। এরপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি তারা কোন কোন এলাকায় আঘাত চালাবে তা তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবে।

অন্যদিকে ভারতের জঙ্গি ঘাঁটি অভিযানে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের পাকিস্তানের সেনা বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তিনি বিবৃতিতে জানান এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহিদ আধিকারিক ও জওয়ানদের প্রতি তার গভীর সমবেদনা। যে পাকিস্তান পহেলগাম হামলার (Pahalgam attack) পরেও নিজের দেশে জঙ্গিদের আত্মগোপনে কোন পদক্ষেপ নেয়নি, এবার সেই পাকিস্তানই অপারেশন সিন্দুরের পরে কড়া প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে।

spot_img

Related articles

Untold Story: ‘মমতাদিদি’র উপহার নিয়ে ‘গোপনকথা’ ফাঁস জয়াপ্রদার

তাঁকে দেখে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, ভারতীয় সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেত্রী। রূপে-অভিনয়ে-নাচে এক সময় হিন্দি তথা...

বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে...

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়...

মহম্মদ আলি পার্কের মণ্ডপ দর্শন বন্ধ! উদ্যোক্তাদের অভিযোগের জবাব কলকাতা পুলিশের

পঞ্চমীর রাতে হঠাৎ দর্শনার্থীদের জন্য কলকাতার বিখ্যাত পুজো মহম্মদ আলি পার্কের মণ্ডপ ও দুর্গাদর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা।...