Saturday, May 10, 2025

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯ জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার পর লাইন অফ কন্ট্রোলে (LoC) ফের হামলা শুরু পাকিস্তানের। এখনও পর্যন্ত সেই হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতের ‘অপারেশন সিন্দুর’ আঘাতের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেছিলেন পাকিস্তান প্রত্যাঘাত করবে। লাইন অফ কন্ট্রোলে তিন ভারতীয় হত্যায় তারই প্রতিফলন। অন্যদিকে ভারতের হামলায় ৮০ থেকে ৯০ জঙ্গির (terrorist) মৃত্যু হলেও পাকিস্তানের দাবি তাদের শিশু ও নারীদের হত্যা করেছে ভারত।

মঙ্গলবার মধ্যরাতে ৯ জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর (Operation Sindoor) এয়ার স্ট্রাইক চালায় ভারত। সেই তথ্য লুকাতে পাকিস্তানের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, বাহওয়ালপুর ও পাকিস্তানের কোটলি, মুজফফরাবাদসহ পাঁচ জায়গায় হামলা চালায় ভারত। হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৮ পাক নাগরিকের। যার মধ্যে শিশু ও মহিলা বেশি। কার্যত জঙ্গি ঘাঁটি (terrorist hide out) ভেঙে জঙ্গি নিধনের সত্যকেই সেই বিবৃতিতে চেপে যাওয়া হয়েছে।

সেই সঙ্গে পাকিস্তানের বিবৃতিতে দাবী করা হয়েছে এই পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে। এরপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি তারা কোন কোন এলাকায় আঘাত চালাবে তা তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবে।

অন্যদিকে ভারতের জঙ্গি ঘাঁটি অভিযানে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের পাকিস্তানের সেনা বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তিনি বিবৃতিতে জানান এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহিদ আধিকারিক ও জওয়ানদের প্রতি তার গভীর সমবেদনা। যে পাকিস্তান পহেলগাম হামলার (Pahalgam attack) পরেও নিজের দেশে জঙ্গিদের আত্মগোপনে কোন পদক্ষেপ নেয়নি, এবার সেই পাকিস্তানই অপারেশন সিন্দুরের পরে কড়া প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে।

spot_img

Related articles

এবার হাতের মুঠোয় বাসের খোঁজ! চালু হল ‘WHERE IS MY BUS’ অ্যাপ

নিত্যযাত্রীদের আর প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করে প্রশ্ন করতে হবে না—"বাস কখন আসবে?" সেই প্রশ্নের প্রযুক্তি নির্ভর সমাধান...

সংঘর্ষ বিরতি হলেও প্রস্তুত ভারত: পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিয়ে দাবি সেনার

দুই দেশের সেনা প্রধানদের মধ্যে আলোচনার পরে শনিবার বিকাল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘাতে ইতি...

কোনা এলিভেটেড করিডর নির্মাণে গতি আনতে কেন্দ্রকে আর্জি রাজ্যের

কোনা এলিভেটেড (Kona Elevated) করিডর নির্মাণের কাজে গতি আনতে কেন্দ্রের কাছে আর্জি জানাল রাজ্য সরকার। দ্বিতীয় হুগলি সেতু...

সীমান্তে উত্তেজনা, ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত আমির

সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনামূলক পরিস্থিতিতে ট্রেলার (Trailer) রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Amir Khan)। সেনাদের...