Thursday, January 1, 2026

পেহেলগাম হামলার উৎসে পৌঁছাতে কাশ্মীরের পর্যটক – স্থানীয়দের কাছে সাহায্যের আবেদন এনআইএ-র

Date:

Share post:

পেহেলগামে নারকীয় জঙ্গি হামলার পর পাল্টা প্রতিরোধে বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারত। “অপারেশন সিন্দুর”-এর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত লস্কর-ই-তইবা ও জৈশ-ই-মহম্মদের ৯টি কুখ্যাত জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পেহেলগামে হামলার গভীরে পৌঁছে পুরো নেটওয়ার্ক উন্মোচন করাই এখন তাদের মূল লক্ষ্য।

সূত্রের খবর অনুযায়ী, উপত্যকার প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাব্য জঙ্গি মডিউল এবং গোপন আস্তানা খুঁজে বের করতে চায় এনআইএ। গোয়েন্দা ইনপুটে আশঙ্কা করা হচ্ছে, স্থানীয়দের ছদ্মবেশে জঙ্গিরা উপত্যকায় নতুন করে ঘাঁটি গড়ে তুলছে। এমন পরিস্থিতিতে কাশ্মীর উপত্যকার পর্যটক ও স্থানীয়দের কাছে এনআইএ-র বিশেষ অনুরোধ, কেউ পেহেলগাম হামলার সময় বা তার আশেপাশে কোনো সন্দেহজনক কিছু দেখে থাকলে যেন তৎক্ষণাৎ তথ্য জানায়।

তথ্য জানাতে এনআইএ ঘোষণা করেছে একটি মোবাইল নম্বর—৯৬৫৪৯৫৮৮১৬ এবং একটি ল্যান্ডলাইন নম্বর—০১১-২৪৩৬৮৮০০। এই নম্বরগুলিতে ফোন করে সাধারণ মানুষ সরাসরি তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, ফের বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা রয়েছে। ২২ এপ্রিল পাহেলগাও ছাড়াও ডাল লেক ও মুঘল গার্ডেন ছিল জঙ্গিদের নিশানায়। তবে তৎপরতায় সেই হামলা নস্যাৎ করা গেছে বলে জানা গেছে। তদন্তে একাধিক সন্দেহভাজনকে জেরা করছে এনআইএ এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) থাকা জঙ্গি ঘাঁটি ও তাদের কার্যকলাপ সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

অন্যদিকে, পিওকে থেকে লাগাতার গুলি চালানো হচ্ছে স্থানীয়দের লক্ষ্য করে, ফলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। এই অবস্থায়, জঙ্গিরা সাধারণ মানুষের মাঝে মিশে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এনআইএ আরও সতর্কতার সঙ্গে তদন্ত চালাচ্ছে। তথ্য দিলে পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস: গণতন্ত্র রক্ষায় শুভেচ্ছা বার্তা দলনেত্রী ও অভিষেকের

রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ জানুয়ারি উদযাপিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে সম্মান ও...

প্রথা মেনে উদযাপিত কল্পতরু উৎসব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

১ জানুয়ারি বাঙালির কাছে কল্পতরু উৎসবের সঙ্গে সমার্থক। কাশিপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুর ভোর থেকে ভক্ত...

প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে ভোটের প্রস্তুতি: বর্ষ শুরুতে পরিকল্পনা তৃণমূলের

নতুন বছরের শুরুর সঙ্গেই নতুন সূচনা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। মধ্যরাতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের (Foundation Day) মধ্যে দিয়ে...

শুদ্ধ শহরে জল খেয়ে মৃত ৭: কোথায় ক্ষতিপূরণ, প্রশ্নেই মেজাজ হারালেন বিজয়বর্গীয়

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে...