Monday, May 12, 2025

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

Date:

Share post:

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত মায়ের জন্যই উৎসর্গীকৃত। তবে আন্তর্জাতিক মাতৃদিবস (International Mother’s Day) হিসেবে নির্দিষ্ট করে রাখা দিনটিতে বিনোদন জগতের তারকারা মায়ের প্রতি তাঁদের ভালোবাসার কথা উঠে এলো আলোচনার শিরোনামে। বলিউডের বেশ কয়েকজন সুপারস্টার আছেন যাঁদের কাছে না মানে একটা গোটা পৃথিবী। তাঁদের মধ্যে সবার আগে নাম আসে, ভাইজান সলমন খানের (Salman Khan)। ৬০ বছরে পৌঁছে গিয়েও অবিবাহিত ‘দাবাং’ নায়ক, মাকে (সালমা খান) এতটাই ভালোবাসেন যে তাঁর বিয়ের না হওয়ার নেপথ্যে অভিনেতার মাতৃ প্রীতিকে দায়ী করেছেন বাবা সেলিম খান। আসলে সলমন নাকি তাঁর জীবনে আসা নারীদের মাঝে নিজের মাকে খুঁজতে শুরু করেন। সেই স্নেহ ভালবাসার মূল্য পাওয়া না পাওয়া দিয়ে শুরু হয় সংঘাত, ভাঙ্গে সম্পর্ক।

বলিউডের মা- ছেলে জুটির তালিকায় বচ্চন পরিবারের নামও বেশ উপরের দিকে। টিনসেল টাউনে কান পাতলে শোনা যায় জয়া বচ্চনের (Jaya Bachchan) গোটা পৃথিবী জুড়ে শুধুই অভিষেক (Abhishek Bachchan)। ইন্ডাস্ট্রির কানাঘুষো, শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হওয়ার জেরে স্ত্রী ঐশ্বর্য রাই বাড়ি ছেড়ে চলে গেলেও অভিষেক এখনও মায়ের পক্ষে দাঁড়িয়ে অনড়। মা-বাবা ছাড়া কোথাও যেতে পছন্দ করেন না অভিষেক। ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor) মাকে ছাড়া চোখে অন্ধকার দেখেন। অনেক নায়িকাদের সঙ্গে তাঁর সম্পর্ক হলেও মা নীতু কাপুরের (Neetu Kapoor) অসম্মতিতে সেই ‘বিশেষ বন্ধুত্ব’ সাতপাকের পরিণতি পায়নি বলে জানা যায়। এমনকি মায়ের পছন্দেই নাকি শেষ পর্যন্ত আলিয়াকে বিয়ে করেছেন রণবীর।

মাতৃভক্তির দিক থেকে পরিচালক সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) কাছে অনেকেই হার স্বীকার করবেন। নিজের নামের সঙ্গে মায়ের ছোঁয়া জড়িয়ে রেখে পরিচালক প্রত্যেকটা মুহূর্তে তাঁর মায়ের প্রতি ভালবাসা বুঝিয়ে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা পার্টি সঞ্জয় সবসময় মাকে সঙ্গে নিয়েই যান।

বলিউডের (Bollywood) আরও এক পরিচালক করণ জোহরও (Karan Johar) মাকে ছাড়া চলতে পারেন না। তিনি সরোগেসির মাধ্যমে যখন দুই সন্তানের বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন মা হিরু জোহর তাঁকে সমর্থন ও সাহস জুগিয়েছিলেন। ছেলের যৌন অভিরুচির কথা জানার পর যেভাবে তাঁর পাশে থেকেছেন হিরু, তাতে মায়ের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক।

টলিপাড়াতেও মাতৃ দিবসে মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার নানা মুহূর্ত তুলে ধরেছেন বাংলা বিনোদন জগতের শিল্পীরা। বাংলা বিনোদন জগতের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সবার মাথার উপর ছাতা হয়ে থাকলেও নিজে যে নিশ্চিন্ত আশ্রয়ে আড়াল খোঁজেন, সেটা তাঁর মায়ের কোল। টলিউডের বুম্বাদা মাকে অনেকদিন আগেই হারিয়েছেন, তবু মাতৃদিবসে আজও তার চোখের পাতা ভারী। পুরনো এক ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,” মা আমি জানি তুমি আসে পাশেই আছো। বরাবরের মতো দেখছো আমরা ঠিক আছি কিনা ভালো আছে কিনা সব সময় সব করছে কিনা… তুমি ভালো থেকো আর তোমার আশীর্বাদ যেন এভাবেই আমার মাথার উপরে থাকে।”

আন্তর্জাতিক মাতৃদিবসে ‘আমার বস’ লেখা শাড়ি পরে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। ‘মাদার্স ডে’র শুভেচ্ছা জানিয়ে সিরিয়ালের ‘কথা’ মানে সুস্মিতা দে (Sushmita Dey)মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), নুসরত জাহানরা (Nusrat Jahan) মায়ের সঙ্গে কাটানো মিষ্টি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা (Srabanti Chatterjee) মায়ের কথা বলতে গিয়ে কখনও নস্টালজিক হয়ে পড়েছেন আবার কেউ কেউ সবার অলক্ষ্যে চোখের জল ফেলেছেন। রিয়েল লাইফে তারকারা আজ আন্তর্জাতিক মাতৃদিবসের দিন কেউ মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, কেউ আবার মাকে হারিয়ে স্মৃতির স্মরণী বেয়ে হেঁটে চলেছেন। আসলে ‘মা’ শব্দটা যে একান্ত আপন। যিনি জীবন দিয়েছেন, সারাজীবনেও কি তাঁর ঋণ শোধ করা যায়? তাই একদিন নয়, প্রতিদিনই মাতৃদিবস (Mother’s Day)।

 

spot_img

Related articles

দুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার...

অভিনব উদ্যোগ রাজ্য পুলিশের, সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রাইম থ্রিলার

রাজ্য পুলিশ(Wb Police) প্রতিদিন নানা ধরনের অপরাধের কিনারা করছে আবার অনেক ক্ষেত্রে কিনারা করা একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।...

চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

প্রতিরক্ষায় পাকিস্তান যে পুরোপুরিভাবে চিনের উপর নির্ভরশীল ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আকাশপথে ভারতের...

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও...