Friday, December 12, 2025

টাকা চেয়ে বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ হুমকি চিঠি! সত্যতা খতিয়ে দেখছে পুলিশ

Date:

Share post:

মাওবাদীদের নামে চিঠি পাঠিয়ে বড়বাজারের (Barabazar) ব্যবসায়ীর কাছে তোলাবাজি অভিযোগ। জয়ন্ত চৌধুরী (Jayanta Chowdhury) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ। বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে আদৌ ওই চিঠি মাওবাদীরা পাঠিয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

এক সময় মাওবাদী ত্রাসে কাঁপত জঙ্গলমহল। হুমকি চিঠি বা পোস্টার আসা ছিল নিত্য ঘটনা। কিন্তু ২০১১-এ রাজ্যে পট পরিবর্তনের পর শান্ত হয়েছে পুরুলিয়া-বাঁকুড়া-সহ এলাকা। এখন সেই ত্রাস নেই সেখানে। এখন সেখানে স্বস্তি। এই পরিস্থিতি খাস কলকাতার বড়বাজারের (Barabazar) ওল্ড চায়না বাজার স্ট্রিটের রাম রহিম মার্কেটের চারতলায় ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীর কাছে তোলা চেয়ে মাওবাদী চিঠি। অভিযোগ, সমীর মণ্ডল নামে এক ব‌্যক্তির নামে চিঠি পাঠিয়ে বলা হয়, তহবিলের শক্তি বাড়ানোর জন‌্য প্রচুর অর্থের দরকার। সুতরাং নির্দিষ্ট ঠিকানায় গুপী ওরফে মুকুলের কাছে টাকা দিতে বলা হয়।

চিঠিটি বাংলায় টাইপ করে লেখা হয়েছে। সেখানে ‘গুপীকান্ত বাগচি’-কে টাকা দিতে বলার পরে আবার ‘বাগচি’ পদবীটি কেটে ‘ব‌্যানার্জি’ লেখা হয়েছে। ঠিকানা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকার হাদিপুর কলোনি। পুলিশ সূত্রে খবর, টাকা না পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এমনকী, রাজ্য পুলিশ তাঁদের কিছুই করতে পারবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠি পেয়ে বড়বাজার থানা অভিযোগ দায়ের করেন জয়ন্ত। বারাসত থেকে পাঠানো ওই চিঠি ও ঠিকানার সূত্র ধরে সমীর মণ্ডলের হদিশ পাওয়ার চেষ্টা চালনো হচ্ছে। চিঠিটি আদৌ কোনও মাওবাদী সংগঠনের লেখা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরঅরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি তৎপরতা, পাল্টা জবাব ভারতের 

spot_img

Related articles

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...

ফলতায় এসআইআর পর্যালোচনায় গিয়ে বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

এসআইআর সংক্রান্ত কাজ পর্যালোচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্য সি মুরুগান। বৃহস্পতিবার বেলা এগারোটা...

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...