সুনীতা উইলিয়মস রেকর্ড সময় মহাকাশে কাটানোর পরে দেশে পণের মতো কুপ্রথার অবসান হয়নি। নগদ, দাবি আসবাব, গাড়ি, বাইক, গয়না, ইলেক্ট্রনিক গেজেট, বাড়ি, ফ্ল্যাটের তালিকায় এবারের সংযোজন কিডনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। স্বামীর জন্য এক বধূকে কিডনি (Kidney) দিতে বলল শ্বশুরবাড়ি। বিহারের (Bihar) মুজফ্ফরপুর জেলার ঘটনায় তাজ্জব পুলিশও (Police)।

পুলিশ (Police) সূত্রে খবর, দীপ্তি নামের এক তরুণী সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে কিডনি পণ চাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২১ সালে বিয়ের পর থেকেই দীপ্তির উপর বাপেরবাড়ি থেকে টাকা, গয়না ও মোটরবাইক আনার জন্য শ্বশুর-শাশুড়ি চাপ দিতে থাকেন। কিন্তু এবার অভিযোগ উঠেছে, স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ না করায় তাঁকে নিজের কিডনি দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। দীপ্তি জানান, এই অমানবিক দাবিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং শেষে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। তাঁর কথায়, “স্বামীর চিকিৎসার অজুহাতে আমাকে কিডনি দিতে বলা হয়। আমি তাতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।”
আরও খবর: অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি! মৃত ৮, আহত একাধিক

অভিযোগের পর দু’পক্ষকে থানায় ডেকে পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে পুলিশ। তবে দীপ্তি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিবাহবিচ্ছেদ চান। কিন্তু স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই অবস্থায়, দীপ্তি থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

–

–

–

–

–

–

–

–
–
–