Thursday, August 21, 2025

ঐক্যশ্রী-কন্যাশ্রীতে ছাত্রীদের নতুন আশা, স্কলারশিপে রেকর্ড পরিমাণ বরাদ্দ: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সংখ্যালঘু ও অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য চালু হওয়া একাধিক স্কলারশিপ প্রকল্পে নজিরবিহীন সাফল্য মিলেছে। সোমবার বিধানসভায়(Assembly) বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, “২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ২ কোটি ২ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের পর সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ।”

একই প্রশ্নের প্রেক্ষিতে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানান, ঐক্যশ্রী মেধা বৃত্তি প্রকল্প ২০১৯ সালে শুরু হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে আবেদন করেন ৪৫ লক্ষ ২৯ হাজার ৩৭৩ জন। বৃত্তি পেয়েছেন ৪৪ লক্ষ ৫৮ হাজার ৮৮৩ জন।

মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, “মেধাশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত বৃত্তি পেয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার পড়ুয়া। ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পে মোট প্রাপক সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছে।”

কন্যাশ্রী(Kanyashree) প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন প্রায় এক কোটি ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। বাংলার মেয়েরা আত্মনির্ভর হয়েছে এই উদ্যোগের ফলে।”

মুসলিম, এসসি, এসটি সম্প্রদায়ের উন্নয়ন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, “এসসি ২৬ শতাংশ, এসটি ৬ শতাংশ, মুসলিমদের সংখ্যা ৩০ শতাংশ। সেই অনুপাতে আমরা মণ্ডল কমিশনের সুপারিশ মতো ১৭ শতাংশ অতিরিক্ত বরাদ্দ দিই।”

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর পর্যবেক্ষণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, “বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। আমরা আমাদের ন্যায্য পাওনাই পাইনি।”

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...