সংখ্যালঘু ও অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য চালু হওয়া একাধিক স্কলারশিপ প্রকল্পে নজিরবিহীন সাফল্য মিলেছে। সোমবার বিধানসভায়(Assembly) বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, “২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ২ কোটি ২ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের পর সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ।”

একই প্রশ্নের প্রেক্ষিতে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানান, ঐক্যশ্রী মেধা বৃত্তি প্রকল্প ২০১৯ সালে শুরু হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে আবেদন করেন ৪৫ লক্ষ ২৯ হাজার ৩৭৩ জন। বৃত্তি পেয়েছেন ৪৪ লক্ষ ৫৮ হাজার ৮৮৩ জন।

মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, “মেধাশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত বৃত্তি পেয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার পড়ুয়া। ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পে মোট প্রাপক সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছে।”

কন্যাশ্রী(Kanyashree) প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন প্রায় এক কোটি ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। বাংলার মেয়েরা আত্মনির্ভর হয়েছে এই উদ্যোগের ফলে।”

মুসলিম, এসসি, এসটি সম্প্রদায়ের উন্নয়ন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, “এসসি ২৬ শতাংশ, এসটি ৬ শতাংশ, মুসলিমদের সংখ্যা ৩০ শতাংশ। সেই অনুপাতে আমরা মণ্ডল কমিশনের সুপারিশ মতো ১৭ শতাংশ অতিরিক্ত বরাদ্দ দিই।”

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর পর্যবেক্ষণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, “বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। আমরা আমাদের ন্যায্য পাওনাই পাইনি।”

–

–

–

–

–
–
–
–
–