Saturday, August 23, 2025

করুণ নায়ারের চোটে চিন্তায় ভারতীয় শিবির

Date:

Share post:

আগামী শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত(India Team)। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই ভারতীয় শিবিরে চোট আঘাতের চিন্তা। অনুশীলনের মাঝেই পাঁজরে চোট পান করুণ নায়ার(Karun Nair)। আর এই ছবিটা যে ভারতীয় শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে করুণ নায়ার(Karun Nair) যে রয়েছে সেই ইঙ্গিত বেশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল।

বুধবার প্রস্তুতির সময়ই নাকি করুন নায়ারের সেই চোট লেগেছে বলে জানা যাচ্ছে। নেটে ব্যাটিং প্রস্তুতি সারছিলেন করুণ নায়ার। সেই সময় বোলিং করছলেন প্রসিধ কৃষ্ণা(Prasidh Krishna)। সেখানেই একটি একটি বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন করুন। আর সেই সময়ই ঘটে সেই ঘটনা। পাঁজড়ে বেশ ধাক্কা খান তিনি। এরপর আর সেভাবে প্রস্তুতি সারতে পারেননি করুণ নায়ার।

চোট পেলেও, কতটা গুরুতর সেই চোট তা অবশ্য এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। প্রায় আট বছর পর ভারতীয় দলে ডাক পেয়েছেন করুন নায়ার। এই সিরিজে নামার আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই ক্রিকেটার। একটি প্রস্তুতি ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন করুন নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ঘিরে যে ভারতীয় দলের প্রত্যাশাও অনেকটা তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু হঠাত্ই এই চোট কিন্তু চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে অনেকেই মনে করছেন খুব একটা গুরুতর কিছু বোধহয় হয়নি। করুন নায়ার ভারতের প্রথম একাদশে থাকেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...