Sunday, January 11, 2026

রথযাত্রায় শ্যামসুন্দরের ‘বিশেষ রথযাত্রা উৎসব অফার’, কী রয়েছে সেই অফারে

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ‘বিশেষ রথযাত্রা উৎসব অফার’ যা চলবে ২৩শে জুন থেকে ৩রা জুলাই ২০২৫ পর্যন্ত। প্রভু জগন্নাথদেব-এর কৃপায় এই বছরের বিশেষ আকর্ষণ, প্রভুর কৃপা ধন্য সোনার গয়নার চোখ ধাঁধানো সম্ভার। এছাড়াও থাকছে সোনা আর হিরের গয়নার এক্সক্লুসিভ সম্ভার৷ আর সব গয়নার কালেকশনের ওপর থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে আকর্ষণীয় অফার, নিশ্চিত উপহার ও বিভিন্ন আকর্ষণের ডালি। এছাড়া প্রত্যেক ক্রেতা বন্ধুদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের আশীর্বাদধন্য প্রসাদ- এর ব্যবস্থা থাকছে।

১৯৬০ সালে পবিত্র রথ যাত্রার দিনই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথ চলা শুরু হয়েছিল। এই বিশেষ বার্ষিক অয়োজনটি এমন একটি উৎসবকে উৎসর্গ করা হয়েছে যা ঐশ্বরিক শক্তির পরিপূর্ণতা প্রকাশ করে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এবছরের বিশেষ রথযাত্রা অফার কলকাতার সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) ও ত্রিপুরার সব শোরুম (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) ২৩শে জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত চলবে।

প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার।
৪৫১ টাকার বিশেষ ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়।
১০০% ছাড় হিরের গয়নার মজুরিতে।
৭% ছাড় প্ল্যাটিনাম গয়নার MRP-ওপর।
১৫% ছাড় গ্রহরত্নের MRP-তে।
একইসঙ্গে সবসময়ের জন্য থাকা সুবিধা ও পরিষেবা, যেমন – সোনায় সোহাগা ( সোনা ও হিরের গয়নার কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার বদলে নতুন সোনার গয়না, IGI ও GSI পরীক্ষিত গ্রহ রত্ন ও থাকছে।

এই বছর পুরীর প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সিংহ দুয়ারে প্রভুর আভায় উজ্জ্বল এক সোনার গয়নার জগন্নাথদেবের বিশেষ কালেকশনের উদ্বোধন করেন মন্দিরের মুখ্য সেবায়েত পরম পূজনীয় শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডাইরেক্টর অর্পিতা ও রূপক সাহা এই শুভ কর্মকাণ্ডের পাশে থেকে তাঁকে সন্মান জানান। সাথে রথ বানানোর সূত্রধররা পাশে থেকে এই পরিবেশকে আরও পবিত্র করে তোলেন ।

শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি জানান, ‘প্রভুর সামনে এত সুন্দর গয়নার কালেকশন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এই অসাধারণ উদ্যোগের জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তারা আরও এগিয়ে চলুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘আমাদের সংস্থার কাছে এই রথযাত্রা খুবই বিশেষ একটা উৎসব। তার কারণ আজ থেকে ৬৫ বছর আগে রথ যাত্রার শুভ দিনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর পথ চলা শুরু হয়েছিল। সেজন্য প্রত্যেক বছর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই শুভ অনুষ্ঠানটি আমরা বিশেষভাবে পালন করি।’

সংস্থার অপর ডিরেক্টর রূপক সাহা জানান, ‘এত বছর ধরে গ্রাহকরা আমাদের ওপর যেভাবে বিশ্বাস আর ভরসা রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আর এটাই আমাদের আরো এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। এই রথযাত্রা অফার আসলে আমাদের ক্রেতাবন্ধুদের সঙ্গে এই উৎসব উৎযাপনের একটা পথ।’

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...