সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়: বিধানসভায় কেন বললেন মুখ্যমন্ত্রী! আহতদের দ্রুত আরোগ্য কামনা

Date:

Share post:

বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়কদের তাণ্ডবে আহত কর্মীদের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিধানসভায় গিয়ে পৌঁছে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।“ একই সঙ্গে এই অভব্য আচরণের জন্য অধ্যক্ষকে পদক্ষেপ করার কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

গত বৃহস্পতিবার কেন বিজেপি (BJP) বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। এদিন, কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিধায়ক অশোক লাহিড়ী। এর উত্তর দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর  শাসক শিবিরের বিরুদ্ধে অভব্য আচরণ শুরু করেন বিজেপি বিধায়করা। চলে স্লোগান ও কাগজ ছিঁড়ে প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন খোদ অধ্যক্ষ। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিজেপি বিধায়ক মিহির গোস্বামীও মার্শালকে চেপে ধরেন। নিরাপত্তারক্ষীরা পাল্টা সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন।  সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারির পরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান। এরপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।
আরও খবরকালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতারি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট কৃষ্ণনগর পুলিশের

এদিন বিধানসভায় এসেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁদের আবদার মেনে ছবি তোলেন তাঁদের সঙ্গে। এর পরেই উষ্মা প্রকাশ করে মমতা বলেন, ”কালকেও আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে না কি এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল।” অধ্যক্ষকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি বলছি না যে আপনি বেতন কাটুন।‌ কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন।” মমতার কথায়, ”যাঁরা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

spot_img

Related articles

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...