বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র। রাজ্যে বন্যা হচ্ছে ম্যানমেড (man made)। ডিভিসির জল ছাড়ায় বিপর্যয়। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) আটকে রেখেছে কেন্দ্র। এগোচ্ছে রাজ্য। মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানান, রাজ্যে বারবার বন্যা হচ্ছে “ম্যানমেড” (man made) কারণে। তাঁর অভিযোগ, ডিভিসি জল ছেড়ে দেয়, আর কেন্দ্র কিছু করে না। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ডুবে যায়, উত্তরবঙ্গে আসে সংকোষ-তিস্তা-তোর্সার জল। সিকিমে তৈরি ১৪টি বিদ্যুৎ কেন্দ্র তিস্তার শ্বাসরোধ করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ইন্দো-ভুটান রিভার কমিশনে বাংলার প্রতিনিধি চাই।”

মুখ্যমন্ত্রীর দাবি, “১৫ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে ছিল। আমরা ১৫০০ কোটির প্রকল্প শুরু করেছি। দু-তিন বছরের মধ্যে শেষ হবে।” মানুষের বসত উচ্ছেদ যাতে না হয়, সে কারণে প্রয়োজনে রুট ঘুরিয়ে দেওয়ার পরামর্শও দেন তিনি।

–

–

–

–

–
–

–

–
–
–
–