Tuesday, December 30, 2025

বিধানসভায় উপস্থিতি-ইতিবাচক ভূমিকায় পুরস্কারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তালিকায় কর্মী থেকে সাংবাদিকরাও

Date:

Share post:

বিধানসভায় (Assembly) উপস্থিতি ও গঠনমূলক অংশগ্রহণের জন্য পুরস্কার চালুর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বিধানসভায় অ্যাটেনডেন্স-এর পুরস্কার দিলে আগ্রহ বাড়বে। নিয়মিত যাঁরা আসেন, ভালো ভাবে অংশগ্রহণ করেন, তাঁদের স্বীকৃতি দেওয়া উচিত।”

শুধু বিধায়করাই নন, বিধানসভার কর্মী এবং ইতিবাচকভাবে খবর করা সাংবাদিকদেরও এই পুরস্কারের আওতায় আনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। অপর একটি প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন,”গতকাল যারা বিধানসভায় অন্যায় করল, তারাই আজ অভিযোগ করছে। অথচ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিধানসভায় বিরোধীরা সবচেয়ে বেশি সুযোগ পান।”

সোমবার বিধানসভায় (Assembly) হঠাৎ সংঘর্ষের জেরে বিধানসভার নিরাপত্তা কর্মীদের কয়েকজন আহত হন। এদিন সেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন, ছবিও তোলেন তাঁদের সঙ্গে। তিনি বলেন, “আমি শুনেছি কয়েকজন বিধানসভা কর্মী আহত হয়েছেন, তাঁদের বিরুদ্ধেই নাকি এফআইআর হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না আপনি (স্পিকারের উদ্দেশে) বেতন কাটুন, তবে আপনি আইনজীবী মানুষ, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি—তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

spot_img

Related articles

পহেলগাম হামলা-দিল্লি বিস্ফোরণ কি আপনারা করলেন?: নাম না করে ‘দুর্যোধন-দুঃশাসন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

”ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন”- নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরকে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

প্রয়াণেও মুছল না বিতর্ক, দুর্নীতির ছায়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সম্পত্তিতে

দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল...

খুনের মামলায় জেলখাটা আসামির কাছে জেলের কথা শুনতে হবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ কুণালের

বাংলার নির্বাচনের (West Bengal assembly election) কথা মাথায় রেখে তিনদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit...

শাকিব-তামিমদের উত্থানে জড়িয়ে আছেন খালেদাও, ম্যাচ স্থগিত বাংলাদেশে

৮০ বছর বয়সে  প্রয়াত হয়েছেন বাংলাদেশের(Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর আমলের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল,...