Saturday, January 10, 2026

‘দাঁতের লড়াই’-এর ট্রেলার লঞ্চে শ্রাবন্তী, প্রশংসায় ভরিয়ে দিলেন পরিচালক ও অভিনেতাদের

Date:

Share post:

এবার নতুন ভূমিকায় বাঙালি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। আসন্ন বাংলা চলচ্চিত্র ‘দাঁতের লড়াই’ (Daater Lorai) প্রেজেন্টার হিসেবে ছিলেন তিনি। শুক্রবার ছবিটির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক বিপ্লব কয়াল, অভিনেত্রী আকাঙ্খা সেনগুপ্ত, স্বস্তিকা দাস-সহ টিমের আরও সদস্যরাও। ট্রেলার লঞ্চের মঞ্চ তৈরি হয়েছিল বেভারেজ স্টোর হেডোন লাউঞ্জে। এদিন ট্রেলার উদ্বোধনে শ্রাবন্তী বলেন, “আমি এই ছবিটি উপস্থাপন করতে পেরে ভীষণ খুশি। ‘দাঁতের লড়াই’ (Daater Lorai) ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। ছবিটির কেন্দ্রীয় চরিত্র খুকু, সে ও তাঁর বাবার শহরে আসার কাহিনী নিয়ে এই সিনেমাটি বানানো। পরিচালক বিপ্লব কয়াল খুবভাবে সুন্দর ছবিটি তৈরি করেছেন। আমি ‘৭ হর্সেস প্রোডাকশন’-কে অভিনন্দন জানাই এত সুন্দর একটি ছবি করার জন্য।” শ্রাবন্তী আরও বলেন, “খুব ভালো লেগেছে অভিনয় দেখে। বিশেষ করে আকাঙ্খা ও স্বস্তিকার কথা বলতে হয়। দু’জনেই একই স্কুলের ও একই বয়সের, অথচ একজন খুকু আর একজন খুকুর মায়ের চরিত্রে। পর্দায় দেখে বোঝার উপায় নেই! এই রকম ঘটনা কবে শেষবার ঘটেছে মনে করতে পারছি না।”

পরিচালক বিপ্লব কয়াল বলেন, “শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) মতো একজন আইকন আমাদের ছবি উপস্থাপন করছেন—এটা আমাদের কাছে সম্মানের। ‘দাঁতের লড়াই’ আমাদের সবার খুব কাছের একটি গল্প। প্রত্যেকে খুব আন্তরিকতা ও পরিশ্রমের সঙ্গে কাজ করেছেন। আশা করছি ছবিটি দর্শকের মন ছুঁয়ে যাবে।” ছবির মুখ্য চরিত্র খুকুর ভূমিকায় অভিনয় করেছেন আকাঙ্খা সেনগুপ্ত। তিনি বলেন, “একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। গ্রামীণ উচ্চারণ, চালচলন শিখতে হয়েছে। আশা করি দর্শক আমার অভিনয় পছন্দ করবেন। শ্রাবন্তী ম্যামের মতো একজন তারকা আমার প্রথম ছবিটি প্রেজেন্ট করছেন—এটা আমার ভাগ্য।” খুকুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দাস। তিনি জানান, “প্রথমে মায়ের চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে একটু অবাক হয়েছিলাম। তবে ওয়ার্কশপ ও রিহার্সালের পর চরিত্রে ঢুকে পড়তে পেরেছি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গায়ক দেবপ্রিয় দাস, অরিজিৎ কিশোর রায়, পরিজাত চক্রবর্তী ও অভিলাষ চক্রবর্তী। আরও পড়ুন: বাংলার দুর্গা পাড়ি দিচ্ছেন পোল্যান্ড, মিন্টু পালের প্রতিমায় মুগ্ধ কুণাল

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...