Saturday, August 23, 2025

অভয়া মঞ্চের বিরুদ্ধে যৌন নিগ্রহের অবৈধ তদন্তের অভিযোগ! তীব্র নিন্দা জেডিএ-র

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের নির্যাতিতার নাম ভাঙিয়ে মেডিক্যাল কলেজে বেলাগাম স্বেচ্ছাচারিতা চিকিৎসক-পড়ুয়াদের একাংশের! কলকাতা মেডিক্যাল কলেজের স্টুডেন্টস বডির বিরুদ্ধে যৌন হেনস্থার বেআইনি তদন্তের বিস্ফোরক অভিযোগ। ‘অভয়া মঞ্চ’ গঠন করে একাংশের সুবিধাবাদী চিকিৎসক-পড়ুয়ারা যৌন নিগ্রহের সমান্তরাল তদন্ত করছে বলে লিখিত অভিযোগ জমা পড়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে। এই অভিযোগ উঠে আসার পরই স্টুডেন্ট বডি অভয়া সেলের এক সদস্য পদত্যাগ করেছে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, যেমন অভিযোগ এসেছে, ঘটনা যদি সেরকমই হয়, সেক্ষেত্রে এটি বেআইনি এবং মারাত্মক অভিযোগ। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখার কলেজ কর্তৃপক্ষের তরফে এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।

মেডিক্যাল কলেজ সূত্রে খবর, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অভাব-অভিযোগ শুনে তা সমাধানের নামে ‘অভয়া মঞ্চ’ নামে একটি স্টুডেন্ট বডি গঠন করেছিল কলেজের কিছু চিকিৎসক-পড়ুয়া। কিছুদিন আগে তাদের কাছে এক ছাত্রী যৌন নিগ্রহের লিখিত অভিযোগ জানান। যা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে অভয়া মঞ্চের সদস্যরা সমান্তরালভাবে তদন্ত শুরু করে। কোনও আইনকানুন, নিয়মবিধি তোয়াক্কা না করে যেকোনও অভিযোগে যাকে ইচ্ছে ডেকে জিজ্ঞাসাবাদ করা থেকে শুরু করে ইচ্ছেমতো পড়ুয়াদের হেনস্থা, কিছুই বাকি নেই। শুধু তাই নয়, যাঁদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, তাঁদের ডেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টারও অভিযোগ উঠেছে অভয়া মঞ্চের ধান্দাবাজ চিকিৎসক-পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।

স্টুডেন্ট বডির এই বেআইনি স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (জেডিএ)। সংগঠনের অন্যতম সভাপতি ডাঃ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেডিক্যাল কলেজে ওই স্টুডেন্ট বডির অস্তিত্ব নিয়েই ধোঁয়াশা রয়েছে। ওরা একবার বলে সদস্যরা সিলেক্টেড, একবার বলে ইলেক্টেড! ওরা সংগঠন তৈরির সময় রেজোলিউশন নিয়েছিল, শুধুমাত্র র‍্যাগিং বা যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রচার চালাবে। কিন্তু এখন প্যারালাল ইনভেস্টিগেশনের নামে যা নয় তাই করছে। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এই স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা করছে। ক্যাম্পাসে কোনও অপরাধ হলে তদন্তের জন্য কলেজ কর্তৃপক্ষ আছে, পুলিশ আছে, নির্দিষ্ট আইন ও বিচারব্যবস্থা আছে। ওরা তদন্ত করার কে?

আরও পড়ুন – অধ্যাপকের কুপ্রস্তাব, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ওড়িশার ছাত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...