একের পর এক নিয়োগের পরীক্ষায় আইনি বাধা। তবে এবার এসএলএসটি (SLST) নিয়োগের পরীক্ষার বাধা পেরিয়ে পরীক্ষার প্রস্তুতি স্কুল সার্ভিস কমিশনের (SSC)। আগামী ৭ ও ১৪ সেপ্টম্বর এসএলএসটি (এটি) (SLST) ২০২৫-এর নিয়োগ পরীক্ষা হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আঞ্চলিক কমিশন অফিসগুলোতে চিঠি পাঠিয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, শিক্ষা দফতরের অনুমতি চেয়ে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই অনুমতি মিলবে। তারপরেই দেওয়া হবে বিজ্ঞপ্তি। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কমিশন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলির প্রধানদের, শিক্ষক-অশিক্ষক কর্মচারী— যাঁরা পরীক্ষা কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের তথ্য যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা নিয়ে বিরোধী দলনেতার প্রবল মিথ্যাচার: তথ্য তুলে ফাঁস তৃণমূলের

দ্বিতীয় দফায় দু’দিনের পরীক্ষায় প্রায় ৫ লক্ষের কাছাকাছি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসবেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে নিয়োগের প্রস্তুতি স্কুল সার্ভিস কমিশনের (SSC)।

–

–

–

–

–

–

–
–
–
–
–