Friday, August 22, 2025

শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ, আগামী দুমাস বন্ধ সব কাজ

Date:

Share post:

বলিউড বাদশার (SRK) অনুরাগীদের জন্য খারাপ খবর। অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের রোমান্টিক আইকনের আঘাত এতটাই গুরুতর যে আগামী দুমাস তিনি কোনও শ্যুট করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। কিন্তু বাজিগরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় শাহরুখ (SRK) এতটাই চোট পেয়েছেন যে চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

বয়সকে তুড়ি মেরে অ্যাকশন থেকে রোমান্স সবেতেই নিজের সেরা পারফরমেন্স উজাড় করে দেন। যে প্রজেক্টে হাত দেন তার সঙ্গে একাত্ম হয়ে যান এসআরকে। ‘কিং’ সুপারস্টারের ড্রিম প্রজেক্ট। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এসবের মাঝে বলিউডের ‘জওয়ান’ খানের দুর্ঘটনার খবরে মন খারাপ অনুরাগীদের।ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেয়া হয়েছে। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শিডিউলও। কিং খানের টিমের তরফে কোনও বিবৃতি না দেওয়া হলেও মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে হয়তো সেপ্টেম্বরে শেষের দিকে আবার কাজে ফিরবেন সুপারস্টার। ‘পাঠান’ তারকার সুস্থতা কামনা অনুরাগীদের।

 

spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...