Saturday, January 10, 2026

শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ, আগামী দুমাস বন্ধ সব কাজ

Date:

Share post:

বলিউড বাদশার (SRK) অনুরাগীদের জন্য খারাপ খবর। অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের রোমান্টিক আইকনের আঘাত এতটাই গুরুতর যে আগামী দুমাস তিনি কোনও শ্যুট করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। কিন্তু বাজিগরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় শাহরুখ (SRK) এতটাই চোট পেয়েছেন যে চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

বয়সকে তুড়ি মেরে অ্যাকশন থেকে রোমান্স সবেতেই নিজের সেরা পারফরমেন্স উজাড় করে দেন। যে প্রজেক্টে হাত দেন তার সঙ্গে একাত্ম হয়ে যান এসআরকে। ‘কিং’ সুপারস্টারের ড্রিম প্রজেক্ট। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এসবের মাঝে বলিউডের ‘জওয়ান’ খানের দুর্ঘটনার খবরে মন খারাপ অনুরাগীদের।ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেয়া হয়েছে। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শিডিউলও। কিং খানের টিমের তরফে কোনও বিবৃতি না দেওয়া হলেও মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে হয়তো সেপ্টেম্বরে শেষের দিকে আবার কাজে ফিরবেন সুপারস্টার। ‘পাঠান’ তারকার সুস্থতা কামনা অনুরাগীদের।

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...