দেড় দিনের একটানা বৃষ্টির (Rain) পর সপ্তাহান্তে রোদের দেখা মিলল। দক্ষিণবঙ্গের বর্ষণমুখর মেজাজকে ভ্যানিশ করে শনিবার সকাল থেকে স্বমহিমায় সূর্যের ম্যাজিক শুরু। তাহলে কি বাংলায় আপাতত বৃষ্টি বিদায়? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে নিম্নচাপের প্রভাব অনেকটাই কেটেছে। তবে দুপুরের পর হালকা বৃষ্টি ভিজতে পারে কলকাতা সহ শহরতলীর বিভিন্ন এলাকা।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। তবে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে বাংলায়। সেই কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবারের বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে আপাতত। তবু জলীয় বাষ্প থাকার কারণে শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–