Friday, November 14, 2025

টলিউড বিতর্কে ফের উত্তাপ, শুক্রবার দুপুরে মুখোমুখি পরিচালক – ফেডারেশন! মামলাকারীদের উদ্দেশ‌্য নিয়ে প্রশ্ন অরিন্দম-সৃজিতের

Date:

Share post:

টলিউডের চলমান দ্বন্দ্বে নয়া মোড়! বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব রাষ্ট্রপতির সফরের কারণে নির্ধারিত বৈঠকে যোগ দিতে পারেননি বলে আদালতে জানায় রাজ্য। বস্তুত সেই কারণে নতুন করে যৌথ শুনানির দিন স্থির করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। তাই শুক্রবার দুপুর ২টোয় ফেডারেশন এবং মামলাকারী পরিচালকদের মধ্যে নতুন করে বৈঠকের নির্দেশ দেন তিনি। সেই বৈঠকের রিপোর্ট আগামী ১১ আগস্ট আদালতে জমা দিতে হবে সচিবকে। সূত্রের খবর, শুক্রবার দুপুর ২টায় রবীন্দ্রসদনে বৈঠকে বসবেন ফেডারেশন এবং মামলাকারী পরিচালকরা।

এদিনের শুনানি শুরুর আগেই দুই পরিচালক অরিন্দম শীল ও সৃজিত মুখার্জি আদালতের কাছে প্রকাশ্যে প্রশ্ন তোলেন মামলাকারীদের উদ্দেশ্য নিয়ে। তাঁদের বক্তব্য, ইন্ডাস্ট্রির প্রায় ৯ হাজার কলাকুশলী ও শিল্পীর ভবিষ্যৎ ঝুলে আছে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের কারণে। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা লেখেন, কিছু মানুষের নোংরা অভিসন্ধির জন্যই ফেডারেশনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। কিন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সদিচ্ছার ফলে সেই দূরত্ব এখন ঘুচেছে। তাঁরা আরও প্রশ্ন তোলেন, ১৩ জন মামলাকারীর মধ্যে ৭ জন তো প্রায় কাজই করেন না। তাহলে কার ইন্ধনে তাঁরা আদালতের দ্বারস্থ হলেন? একইসঙ্গে লেখিকা-পরিচালক পারমিতা মুন্সী মামলাকারী পক্ষ থেকে সরে দাঁড়িয়ে ফেডারেশনকে সমর্থন জানান। তাঁর মন্তব্য, এই আন্দোলন এখন আর শিল্পী বা কলাকুশলীদের স্বার্থের কথা বলে না। ব্যক্তিগত এজেন্ডাই মুখ্য হয়ে উঠেছে।

আরও পড়ুন- বাংলা বিরোধী বিজেপির নয়া চক্রান্ত! এবার পুজো উদ্যোক্তাদের আয়কর নোটিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...