‘বাংলাদেশি ভাষা’! রবীন্দ্র-নজরুলের ভাষাকে অপমানে বিজেপির নতুন পন্থা

Date:

Share post:

বাংলায় এলেই রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। আদতে বিজেপির মনে বাঙালিদের কী জায়গা, কতটা ঘৃণা তা বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদের লাগাতার বাঙালি বিদ্বেষেই প্রমাণিত। বাংলার মানুষকে বাংলাদেশী বলে চিহ্নিত করতে যে বিজেপির পুলিশ প্রশাসন উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্দেশ দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এবার হাতে নাতে তার প্রমাণ মিলল। গ্রেফতার হওয়া বাঙালিদের পরিচয় যাচাই করতে বঙ্গভবনে (Banga Bhawan) দিল্লি পুলিশ (Delhi Police) যে আবেদন জানিয়েছে, তাতে স্পষ্ট লেখা ‘বাংলাদেশি ভাষা’য় লেখা নথি অনুবাদ করে দিতে হবে। যে বাংলায় (Bengali language) রবীন্দ্রনাথ-নজরুল-বঙ্কিম তাঁদের সৃষ্টির নজির রেখে গিয়েছেন, সেই ভাষা যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে (Bangladesh) একই তা জানা সত্ত্বেও কার্যত স্পষ্ট বাংলা ও বাঙালি বিদ্বেষ থেকেই অমিত শাহর (Amit Shah) পুলিশ বাংলাদেশি ভাষা শব্দ ব্যবহার করেছে।

বাঙালির মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশি ভাষা’ (Bangladeshi language) বলে দাগিয়ে দিল অমিত শাহর পুলিশ। বাংলা ভাষায় লেখা আটজনের পরিচয় পত্রকে বাংলাদেশি ভাষায় লেখা বলে উল্লেখ করে বঙ্গ ভবনের কাছে অনুবাদ করে দেওয়ার আবেদন জানাল। তৃণমূলের স্পষ্ট কথা, এটা কোনও কেরানির ভুল নয়— এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত। সব জেনে-বুঝে বাংলা ভাষাকে অপমান করার জন্য বিজেপির অঙ্গুলিহেলনে এই কাজ করা হয়েছে। বিজেপি বাংলার লজ্জা, দেশের লজ্জা। ধিক্কার বিজেপিকে। বাংলা ভাষার (Bengali language) প্রতি এই নিকৃষ্টতম চক্রান্তের ঘটনায় অবিলম্বে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অমিত শাহের পুলিশ ও বিজেপিকে।

আরও পড়ুন: জল প্রলয়! ডুবে গেল নাম বদলে ফেলা ২০ হাজার কোটির প্রয়াগরাজ

বাংলা ভারতের সংবিধান-স্বীকৃত ভাষা এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম। এহেন বাংলা ভাষাকে পরিচয়হীন করে দেওয়ার নোংরা চক্রান্ত চলছে। কোটি কোটি বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে। বিজেপি, দয়া করে ভুলে যাবেন না বাংলা ভাষায় সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ কথা বলেন। এটি ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি। সেই ভাষাকে ‘বাংলাদেশি’ বলা কেবলই একটি ঘৃণ্য অপমান নয়— তা হল ভাষাটিকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার, তার বৈধতা খারিজ করার এবং বাংলাভাষী মানুষদের বহিরাগত প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা। তাই আমাদের তিনটি দাবি— এক, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দুই, অবিলম্বে সংশোধন করতে হবে। তিন, কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...