যুগে যুগে দুষ্টের দমনে আবির্ভূত হয়েছেন নানা রূপে মহামায়া। কখনও তিনি ঘরের মেয়ে উমা, কখনও আবার সংহাররূপিনী কালিকা। কখনও পার্বতী কখনও মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। শাস্ত্রের মতো টেলিপর্দাতেও দশভূজার নানা রূপ দেখা যায় মহালয়ারা সকালে। বাঙালির আগ্রহ থাকে এ বছর দুর্গা হয়ে ধরা দেবেন কোন অভিনেত্রী? আর সেখানেই চমক দিল জি বাংলা (Zee Bangla)। দেবের (Dev) ‘কিশোরী’ নায়িকা এবার ‘দুর্গা’ রূপে আসছেন ছোটপর্দায়। টিজার প্রকাশ্যে আসতেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।

পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা লগ্নের সন্ধিক্ষণ মহালয়া তিথি। এদিন পুজোর গন্ধ গায়ে মেখে বাঙালির ঘুম ভাঙে বীরেন বাবুর গলায়। রেডিওতে মহিষাসুরমর্দিনী শেষ হতে না হতেই টিভির পর্দায় সিরিয়াল – সিনেমার প্রিয় অভিনেত্রীদের দুর্গা রূপে দেখে নেওয়ার পালা। এই নিয়ে চ্যানেলগুলোর প্রতিযোগিতা কম নয়। এই বছর ‘প্রিয়তমা’ অভিনেত্রীকে দুর্গা হিসেবে তুলে ধরে বেশ চমকে দিয়েছে জি বাংলা। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘জাগো মা জাগো দুর্গা।’ প্রোমোতে নারী হেনস্থাকে প্রেক্ষাপট করে একটা সমসাময়িক প্রাসঙ্গিকতা আনতে চেয়েছেন নির্মাতারা। ‘খাদান’ অভিনেত্রীর লুক যথেষ্ট প্রশংসা পেয়েছে। এখন তিনি কতটা জমিয়ে অভিনয় করেন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন – ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

_

_

_

_

_
_

_

_
_
_
_
_