Wednesday, August 20, 2025

মিঠুন-কুণাল: একে অপরকে মানহানির নোটিশ, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের

Date:

Share post:

রোজভ্যালি (Rose Valley)-সহ ৪-৫টি কিছু চিটফান্ডের সঙ্গে যোগ ছিল বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অভিযোগ করলেন তাঁকে কুকথা বলে আক্রমণ করেন মিঠুন। এই নিয়ে মিঠুনকে মানহানির মামলার নোটিশ পাঠান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পাল্টা কুণালকেও মানহানির নোটিশ দিয়েছেন বিজেপি নেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল জানান, তিনি চান মামলা আদালতে উঠুক। তিনি মিঠুনের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইবে।

গত ২৮ জুলাই রোজভ্যালিতে বিজেপি নেতা মিঠুনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, “রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি। শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয়, অংশীদারিত্বের চুক্তি। সই মিঠুনদা এবং তাঁর স্ত্রী যোগিতা চক্রবর্তীর।” প্রশ্ন তোলেন, কত টাকা পেয়েছিলেন মিঠুন? তিনি কি সেই টাকা ফেরত দিয়েছেন? এত প্রমাণ থাকার পরেও কেন কেন্দ্রীয় এজেন্সি তাঁকে এখনও গ্রেফতার করেনি? এই মন্তব্যের পরেই মিঠুনের পক্ষ থেকে কুণালকে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। পাল্টা মানহানির নোটিশ পাঠিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীও।

এদিকে বুধবারই বাঁকুড়ার এক দলীয় সভা থেকে মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে নিশানা করে বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।” পাল্টা কুণাল বলেন, দম থাকলে নিজের দলের লোকেদের মিঠুন বলুন, এই সব প্রকল্পের টাকা না নিতে। একই সঙ্গে কুণাল বলেন, তিনি চান মামলা আদালতে গড়াক। সেখানে তাঁর অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হবে।
আরও খবর: কেন্দ্রের তথ্যেই বিজেপির মিথ্যাচার ফাঁস, শিল্পায়নে এগিয়ে বাংলা

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...