Monday, January 12, 2026

তপসিয়ায় চাঁদার জুলুম! আক্রান্ত ব্যবসায়ী নিজেই ক্লাবের প্রাক্তন সেক্রেটারি

Date:

Share post:

দুর্গাপুজোর চাঁদার জুলুমের অভিযোগ খাস কলকাতার (Kolkata) তপসিয়ায় (Topsia)। চাঁদার দাবিতে স্থানীয় ব্যবসায়ী অমিত সরকারকে রাস্তায় ফেলে মারার ছবি ছড়িয়ে পড়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। গোবরা উজ্জ্বল সঙ্ঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। পুজোর চাঁদা দিতে দেরি হওয়ার অজুহাতে লোহার রড, বাঁশ দিয়ে প্রায় গোটা পরিবারকেই মারধর করা হয়েছে। তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত। হামলাকারীরা এলাকায় তৃণমূলের (TMC) সদস্য বলে পরিচিত। আক্রান্ত নিজেই ওই ক্লাবের প্রাক্তন সেক্রেটারি। আতঙ্কে আক্রান্ত পরিবার।

পেশায় ব্যবসায়ী অমিতের অভিযোগ, পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দেওয়াতেই ঝামেলার সূত্রপাত। তিনি জানান, তাঁর দুটি দোকান। একটি সাইকেলের ও একটি বাইকের পার্টসের দোকান রয়েছে। তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে ৩ হাজার ও ১ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। পাশপাশি আরও ৬  হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয়। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, ”আগেও এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। সেইসময় তিনি দেবেন বলেছিলেন। কিন্তু পরে হঠাৎ করেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা।”

অভিযোগ, প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়। চেঁচামেচি শুনতে পেয়ে নীচে দোকানে নেমে আসেন অন্য সদস্যরা। আচমকাই অমিতকে মারতে শুরু করেন চাঁদা চাইতে আসা যুবকরা। গুরুতর জখম হয়েছেন অমিতের স্ত্রী ও বাবা।

তপসিয়া (Topsia) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত। অমিতের অভিযোগ, হামলাকারীরা তৃণমূল (TMC) কর্মী। যে ক্লাবের চাঁদার নিয়ে এই ঘটনা সেখানকার সেক্রেটারি ছিলেন তিনি। কিন্তু পরে ক্লাব থেকে সরে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...