জামিনের আবেদনের শুনানি শেষ, স্কুল নিয়োগ মামলায় জামিন কি পাবেন পার্থ!

Date:

Share post:

প্রাথমিকের নিয়োগ মামলার একটি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। সোমবার, এই সংক্রান্ত মামলার শুনানি শেষে আপাতত রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি।

প্রাথমিকের নিয়োগ মামলায় পার্থকে ২০২২ সালে প্রথম গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই তিনি জেলে বন্দি। এর আগে ইডির মামলায় তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমাসের শুরুতে আলিপুরের বিশেষ CBI আদালত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলায় ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে। এখন শুধু বাকি প্রাথমিকের মামলা। এদিন সেই মামলার শুনানিতে পার্থের আইনজীবী জানান, প্রাথমিকের মামলায় জামিন পেয়ে গেলে তাঁর মক্কেল জেল থেকে বেরোতে পারবেন।

গত ২৭ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেখানে পার্থ ছাড়াও অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের নাম রয়েছে। এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার পরে অভিযুক্তদের তালিকা থেকে তাঁর নাম বাদ যায়। নিয়োগ মামলায় অনেকেই জামিন মিলেছে। কেন তাঁর মক্কেলকে জামিন দেওয়া হচ্ছে না- বার বার এদিন আদালতে সেই প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবীরা। পাল্টা সিবিআইয়ের যুক্তি, নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ পার্থ। তিনি যথেষ্ট প্রভাবশালী। তিনি জেল থেকে বেরোলে তদন্ত বাধা প্রাপ্ত হতে পারে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...